আমার বোনের htc wildfire s এ ফোন মেমোরি প্রায় ফুল .....এখন এমন অবস্থা যে ওয়েদার আপডেট ও নিতে পারছে না ....কোন সফটওয়্যার আর বাদ নেই যে আনইন্সটল করেছি .....ছবি সব কম্পিউটারে মুভ করেছি.....মেসেজ ৬০% ডিলিট করেছি...এখন এর কোন স্থায়ি সমাধান দিলে অনেক ভাল হত.....উল্লেখ্য ২জিবি মেমরি কার্ড প্রায় খালি পরে আছে....নেট এ একটা সমাধান পেয়েছিলাম যা দিয়ে নাকি অধিকাংশ সফট মেমরি তে ইনস্টল হবে কিন্তু আমার বোনের সেটের এমন অবস্থা যে আর কোন কিছুই ডিলিট করা যাবে না ......দয়া করে সাহায্য করেn...
আমি ian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
amar ami nai re....
কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করেন:
১- আপনি কি সব সফট্ওয়্যার ইন্টারনাল মেমোরিতে ইনস্টল করেছেন?
২- GO Launcher বা DX Home নামে কোনো Launcher ব্যবহার করছেন?
htc wildfire s এর ইন্টারনাল মেমোরি মাত্র ১৫০ এমবি, তাই অনেক বেছে সফটওয়্যার ব্যবহার করতে হয়। কোন কোন software আপনি must ব্যবহার করতে চান তাও জানান। তাতে সাহায্য করাটা সহজ হবে।