আমি প্রথমেই টেকটিউন্স অ্যাডমিন এর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন, এটাকোন টিউন নয়। এটা শুধুই একটি দুঃখ থেকে লেখা। গুগল সার্চ করেও যখন একটি বাংলা ভাষায় গেমস রিলেটেড সাইট পেলাম না। তখন সেই দুঃখ থেকেই এই চিন্তা নিয়ে পোস্ট দিয়েছি।
আমি একজন গেমার। গেম খেলতে খুব্বি পছন্দ করি। আমি শিউর আমার মত অনেকেই আছ যারা গেম খেলতে পছন্দ করে। আবার এমন অনেকেই আছেন যাদের গেম ছাড়া একদিনও চলে না। আমি তাদের জন্যই বানাতে চাই গেম রিলেটেড বাংলা ভাষায় সাইট। গেম নিয়ে কথা বলার অনেক বিদেশী সাইট আছে। আছে ইন্ডিয়ান সাইট। কিন্ত আমাদের প্রিয় মাতৃ ভাষা বাংলাতে কন সাইট নেই। তাই আমি চাচ্ছি একটি গেমিং বানাতে যেখানে আমরা গেমারসরা গেম নিয়ে আড্ডা দিব। গেম নিয়ে গপ্পো করব। আপকামিং গেম নিয়ে, ট্রেইলার, ট্রেইনার, চিট, প্যাচ সব নিয়েই হামলে পরবো গেমিং দুনিয়ায়। তো আর দেরি কেন, আইডিয়া দিন আপনিও। আর এর জন্য মডারেটর লাগবে। আসা করি আপনাদের মাঝ থেকেই পেয়ে যাবো মডারেটর। সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে চাচ্ছি। সবাই রেজিস্ট্রেশান এর মাদ্ধমে একত্রিত হবো। সবাই পোস্ট করতে পারবে। সবাই মন্তব্য করতে পারবে। এক কথা গেম ও প্রযুক্তি নিয়ে আড্ডা হবে। যেমনটা হয় কম্পিউটার নিয়ে আমাদের প্রযুক্তি, লিনাক্স নিয়ে লিনাক্সদেশে। ঠিক তেমন গেম নিয়ে হবে আমাদের সাইট। আমি সাইট এর নাম গেমারস আড্ডা প্রেফার করছি। আপনার কি বলেন। নিজেদের মতামত দ্বিধা দন্দ ছাড়াই প্রকাশ করুন। এই সাইট শুধু আমার একার নয়। এই সাইট বাংলাদেশের প্রতিটি গেমারের জন্য উৎসর্গ করা হবে।
আমি বাংলার কথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকটিউন এর ফ্যান অনেক আগে থেকেই কিন্তু আজ (১১/১০/২০১১ | ১১:০৬ রাত) থেকে টিউন করবো। টিটিকে ভালবেসে এসেছি, অবশ্যই টিটিকে কিছু দিতে। বড় বড় টিউনার এবং বাকি সবাই আমার সাথে থাকবে বলে আসা রাখি। ধন্যবাদ।
ok amio akmot