আমি ও আমার সার মিলে একটি ওয়েব সাইট তৈরি করতে চাই যেখানে আমরা ইংলিশ শিক্ষা দেব পাশাপাশি আমার সার চা এর ওডার নেবে এবং সেখানে চা দিয়ে আসবে। সাইট টি অনেকটা টেকটিউন এর মত হবে যাতে সবাই বাংলা, ইংলিশ লিখতে ও পড়তে পরবে কিন্তু আমি জানি না যে এই সব সাইট কিভাবে তৈরি করে এবং কিভাবে ডিজাইন করে। টেকটিউনসে প্রায় সবারই ওয়েবসাইট আছে তাই দয়া করে সাহায্য করুন।
আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ইংলিশ শিখাবেন খুবই ভাল কথা ।কিন্তু চা এর অর্ডার কেন নিবেন ??এই ব্যাপারটা বুঝলাম না।ইংলিশ ও শিখাবেন আবার চা এর দোকান ও দিবেন ?বুঝলাম না।আপনি দয়া করে বিস্তারিত লিখেন এবং আপনি ওয়েব ডেভেলেপমেন্টের কোন কিছূ জানেন কিনা তা ও লিখেন।