সাহায্যঃ দয়া করে এরিয়ে যাবেন না

আমি ও আমার সার মিলে একটি ওয়েব সাইট তৈরি করতে চাই যেখানে আমরা ইংলিশ শিক্ষা  দেব পাশাপাশি আমার সার চা এর ওডার নেবে এবং সেখানে চা দিয়ে আসবে। সাইট টি অনেকটা টেকটিউন এর মত হবে যাতে সবাই বাংলা, ইংলিশ লিখতে ও পড়তে পরবে কিন্তু আমি জানি না যে এই সব সাইট কিভাবে তৈরি করে এবং কিভাবে ডিজাইন করে। টেকটিউনসে প্রায় সবারই ওয়েবসাইট আছে তাই দয়া করে সাহায্য করুন।

Level 0

আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ইংলিশ শিখাবেন খুবই ভাল কথা ।কিন্তু চা এর অর্ডার কেন নিবেন ??এই ব্যাপারটা বুঝলাম না।ইংলিশ ও শিখাবেন আবার চা এর দোকান ও দিবেন ?বুঝলাম না।আপনি দয়া করে বিস্তারিত লিখেন এবং আপনি ওয়েব ডেভেলেপমেন্টের কোন কিছূ জানেন কিনা তা ও লিখেন।

    মামুন কি এখন ইন্ডিয়াতে আছো? …… আমারে একটা মেইল করো ……. ইম্পরট্যান্ট

আমার মনে হয় আপনি দুটো কাজের জন্য দুটো আলাদা সাইট ব্যাবহার করুন প্রয়োজনে একটার সাথে অন্যটার লিংক করে দিন সাইটের মেনুতে। টিউটোরিয়াল সাইটের জন্য ওয়ার্ডপ্রেস বা জুমলা ব্যাবহার করতে পারেন, আপনার জ্ঞান যদি এ বিষয়ে সিমীত হয় আর আপনি যদি বাংলা সাইট করতে চান তবে জুমলা বাংলা ভার্সন অপেক্ষাকৃত ভাল আর ওয়ার্ডপ্রেসে করলে বাংলা ব্যাবহার প্রথম অবস্থায় একটু জটিল হবে। ইংরেজী হলে ওয়ার্ডপ্রেসে শুরু করুন নিশ্চিন্তে।

আর চা এর সাইট তৈরীর জন্য এইচসিএল বা পিএইচপি টিকেটস স্ক্রীপ্ট ব্যাবহার করতে পারেন অথবা আরো সহজে ইবে বা এমাজনে আপনার নিজস্ব অনলাইন শপ তৈরী করতে পারেন। আরো বিস্তারিত জানতে আমাকে মেইল করতে পারেন।

    ভাই আপনার ইমেইল এডডেস কোথায় পাব

Level 2

এখানে বিস্তারিত দেখতে পারেন http://www.ahmasud.com/services
তবে এর সাথে চা এর কি সম্পর্ক ?

প্রথম উদ্দেশ্যটা ঠিক করুন। প্রধান উদ্দেশ্য কি?

    ভাই ইংরেজি শিখানো

সিয়ন,
তুমি “স্যার” লিখতে গিয়ে বার বার “সার” লিখেছ, বিষয়টা একটু কেমন কেমন যেন দেখাচ্ছে।
যা-ই হোক, আশা করছি অভিজ্ঞ টিউনাররা অবশ্যই তোমার ডাকে সাড়া দিবেন।

    এই টিউনটা আমি খুব দ্রুত করেছিলাম তাই এভাবে লিখেছি আর তারাতারীর জন্য ততটা বিস্তারিত লিখতে পারিনি