গত কাল থেকে এই পর্যন্ত ৩-৪ পিসি সেটআপ দিলাম তবুও পিসি স্লো কাজ করছে

গত কাল থেকে এই পর্যন্ত ৩-৪ পিসি সেটআপ দিলাম তবুও পিসি স্লো কাজ করছে। পেন ড্রাইভ বা অন্য কিছু ইউ এজবি পোর্টে ডুকালে

পিসি স্লো হয়ে যায়। আমি এক্সপি সার্ভিস প্যাক ২ ইউজ করি। এর আগে কখনো এই সমস্যায় পড়িনি। আমার পিসির কনফিগারেশন

ডুয়েল কোর র‌্যাম ২ জিবি। কি কারণে যে এই সমস্যাটি হচ্ছে বুঝতে পারছি না। ঠিকমত কোন কাজ করতে পারছি না । কম্পিউটার

হাডওয়ার ও সফটয়ার এ অভিজ্ঞ ভাইয়েরা কিছু একটু সমাধান দিন।

Level 0

আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vay ram 2 gb to win 7 use koren…ar ta na hole apni ei soft use korte paren. http://www.iobit.com/advancedsystemcareper.html

Level 0

ar apnar usb te virus infectd hote pare jar karone pc cpu 100% hoe jai..valo anti virus die chek koren

হুম ….. সমস্যা বড়ই জটিল !! কওন মুশকিল আছে !! তবে আমার মনে হয় – আপনার প্রথমত ভাল এন্টিভাইরাস দিয়া চেক করোন দরকার – কোথাও কোন ভাইরাস সাব আছে নি । তা না হইলে আমার মনে হয় আপনার মাদারবোর্ডের Bus Controller এ সমস্যা থাকতে পারে – যেটা USB তে ডাটা আদান-প্রদানে সমস্যা করতাছে । যদি এরকমই সমস্যা হয়ে থাকে, তবে আপনি একটি PCI USB Card মাদরবোর্ডের সঙ্গে লাগতে পারেন । PCI USB Card এর দাম নিবে ২৫০ থেকে ৩৫০ টাকা ।

Level 0

আপনার অন্য ড্রাইভে virus থাকতে পারে। আপনি একটি ভাল মানের Anti Virus দ্বারা সবগুলো ড্রাইভ স্ক্যান করুন। আর computer কি Driver দেয়ার পর slow হয়ে যায়? তাহলে USB driver টা নতুন করে ইন্সটল করে দেখতে পারেন।

Level 0

ami same problem face korechi Kaspersky mama amake uddhar koreche. Tobe somoy lage onek, ami scan dia sokale uthe dekhi sob thik, koekta virus dhore automatic koi jeno rakhche bujlam na. Apni try kore dekhte paren Kaspersky kina lagbe na trail version e kaj kore.

Windows 7 ব্যবহার করুন।আপনার পিসির কনফিগারেশন তো ভাল।এটা নিয়ে এক্সপিতে পরে আছেন কেন?আমি একই কনফিগারেশনে 7 & 8 দুটাই চালাচ্ছি কোন সমস্যা ছাড়াই এবং বলা বাহুল্য দুটাই দ্রুতগতির