Genious Maker!!! HSC & SSC ছাত্র/ছাত্রীদের কাজে দিতে পারে এই ক্ষুদ্র সফটওয়ারটা।

আমি আমার সৃষ্টিকর্তার নামের পরে সকল টিউনার ও আমার মতো টিউন ভিজিটর ভাইয়াদের স্বাগত জানায়ে ,আমার জীবনের প্রথম টিউন শুরু করছি । আমি কী দিয়ে শুরু করব তা খুজে পাচ্ছিলামনা। তাই এ নগন্য বস্তু দিয়ে শুরু করা। কিন্তু বিষয়টি হয়ত অনেকেরই জানা।যারা জানেন তাদের কাছে আমার অনুরুধ এধরণের সফটওয়ার সেয়ার করবেন প্লিজ! আর সফটওয়ারটার চারিত্রিক বিবরণ একটু না দিলেই নয়।এটি মুলত গনিত,রসায়ন এবং পদার্থ বিজ্ঞানের কিছু বিষয় ভিত্তিক আয়োজন। আমি পড়াচোর এটুকু বলতে পারি যারা আমার মত সুবিধা পরায়ন তাদের জন্য বেস্ট।আর মানুষ ভূলশীল। যার কোন ভূলনেই হয় সে ফেরেস্তা, অথবা মহামানব! তাই আমার ভূল হবে, এইটা চিরন্তন সত্য।ধন্যবাদ!

Level 0

আমি Maruf1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আসলে আমি ডাউনলোড লিংকটা দিলাম কিন্তু শো করেনি ।যাহা হওক লিংকটা এই(http://www.goldenkstar.com/)প্রথমত কিছু অজানা না থাকলে জানার আগ্রহটা জানালা দিয়ে পালাবে।

ঐ মিয়া ডাউনলুড লিঙ্ক এডিড করে দাও না কেন, পোস্ট দেওয়ার আগে প্রিভিউ দেখা লাগে আপনার কি জানা নেই।

ঐ মিয়া ডাউনলুড লিঙ্ক এডিড করে দাও না কেন, পোস্ট দেওয়ার আগে প্রিভিউ দেখা লাগে আপনার কি জানা নেই। আর এখন লিঙ্ক দিয়েছ একটা ওয়েব সাইট এর যাহা নিয়ম বহিঃর ভিত, লিঙ্ক কেটে দেয়া হোক

Level 0

ভাইয়া দিলাম কিন্তু হচ্ছেনাত…!

ঐ মিয়া পার না ত পোস্ট কর কেন? কোন সাইট এর নিঙ্ক দেওয়া এখানে নিষেধ without Uploading Site . আশা করি বুঝতে পেরেছেন ।

Level 0

পারিনা বলেইত শিখবার চাই বলেন কেমনে করমু।

নতুন তাই সমস্যা হতেই পারে টিউন করতে। কিভাবে টিউন করতে হয় বিস্তারিত জানতে দেখুন এই টিউন
https://www.techtunes.io/review/tune-id/43637/

    Level 0

    ধন্যবাদ ভাইয়া! অন্তত আফনি আমার দূঃখ্য টা বুঝলেন!

Level 0

ধন্যবাদ ভাইয়া