কিছু দিন আগে আমার লেপটপ এর পাওয়ার বাটন এ সমস্যা হইছিল পরে এটাকে সার্ভিসিং এর দোকানে নিয়ে যাই । তারা চেক করে কিছু দিন পরে বলে মাদার বোর্ড এ সমস্যা ঠিক করতে ৬০০০ টাকা লাগব । পরে আমি আমার লেপটপ বাসায় নিয়ে আসি এবং লেপটপ চালু করার পর বায়স এ F2 চাপার পর ও দেখি বায়স আসে না । তার পর দেখি লেখা উঠে Intel UNDI, PXE-2.1 (build 082)
copyright (c) 1997-2000 Intel corporation
For Realtek RTL8100E/8101E Fast Ethernet Network Adapter v1.02 (060529)
PXE-E61 : Media test failure, check cable
PXE-M0F : Exiting PXE ROM.
Reboot and Select proper Boot device
or Insart Boot Media in selected Boot device and press a key
এখন বুজতে পারতেছিনা কি করব । তাই সকলের সাহায্য দরকার । ঢাকায় কোথায় লেপটপ ভাল সার্ভিসিং করায় এবং আমার লেপটপ ঠিক করতে কত খরচ হতে পারে । আর আইডিবির কোথায় লেপটপ এর ব্যাটারি বানানো হয় এবং আমার লেপটপ এর ব্যাটারি বানাতে কত খরচ হতে পারে দয়া করে জানান । আমার লেপটপ এর মডেল LGE50 । ধন্যবাদ ।
আমি ronybuhyain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার হার্ডডিস্ক পাচ্ছেনা। তাই এটা নেটওয়ার্ক বুট করার চেষ্টা করছে।