হার্ডডিস্ক এর সমস্যা,দয়া করে সাহায্য করবেন,চিরকৃতজ্ঞ থাকব।

আমি উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ ব্যাবহার করি,মাদারবোর্ড -gigabite এর,,ram-1.5gb,,hardisk-250gb(samsung brand er)

পিসি অন করলে প্রথমে বাইওস এর পেজ এসে সব লোডইং হয়ে লাস্ট এ  detecting    IDE drivers  lekha  er niche 1st slot-none
2nd slot-none
3rd slot-none
4th slot-none
আসে।আগে ৪র্থ স্লট এ স্যামসাং আসত,আখন কি হএছে জানি না! পরের পেজ আসলে বলে insert system disk and press enter
আই সমস্যা  আগে হত আবার কিছুখন পর রিস্টার্ট দিলে থিক হয়ে জেত! তবে এখন বারবার ই বলে insert system disk and press enter
এক্স অর মাদারবোর্ড সিডি দিলে অ কিছু হয় না! ram খুলে আবার লাগিএছি কাজ হয়নি,hardisk এর লাইন ও খুলে লাগিয়েছি কাজ হয় নি! এখন কি করব কিছুই বুঝতে পারছি না!  সম্মানিত সকলের সাহায্য প্রার্থনা করছি,

Level 0

আমি ador1994। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হার্ড ডিস্ক এর ক্যাবল চেঞ্জ করে দেখতে পারেন

এই সমস্যাটা সাধারণত VIA চিপসের মাদারবোর্ডে বেশি দেখা যায় । আপনার মাদারবোর্ড কোন Chipsets এর ?? আপনি প্রথমে হার্ডডিক্সের ক্যাবল চেঞ্জ করে দেখেন ঠিক হয় কিনা এবং Slot4 এর পরিবর্তে Slot1 – 3 এর যেকোন একটি ব্যবহার করেন । দেখেন ঠিক হয় কিনা । যদি ঠিক না হয় তাহলে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে নতুবা আপনার হার্ডডিক্স যদি SATA হয়ে থাকে, তবে একে SATA2 (মানে Generation 2) থেকে একে SATA1 (Generation 1) এ নামিয়ে নিয়ে আসতে হবে । এতে হার্ডডিক্সের Speed কমে যাবে, তবে VIA চিপসের মাদারবোর্ডে Perfect ভাবে কাজ করবে ।