মাথায় DJ হবার ভূত ডুকেছিল সেই ৪ বছর আগে । কিন্তু মেশিনের দাম শুনে সেই ভূত অনেক আগেই পালিয়েছে । তবে কিছুদিন আগে অনেক ঘাটাঘাটি করে খুজে ION এর অসাধারন একটা DJ MIXER দেখলাম । দেখে খুব পছন্দ হল আর দামও অনেক কম । তাই আর দেরি সহ্য করতে পারলাম না । বাইরে থেকে আনিয়ে ফেল্লাম । (তবে বলে রাখি DJ তে আমার বিদ্যা শূন্য )
এখন মহা আনন্দে আছি ।
দাম পরেছে ১৩,০০০ টাকা
সুবিধা
১। খুব সহজেই Plug-and-play করা যায়
২। অনেক বড় Touch-sensitive scratch wheels
৩। সহজেই Bass and Treble controls করা যায়
৪। সহজেই ফাইল Record করা যায় আরো অনেক কিছু
অসুবিধা
১। কম্পিউটারের সাথে সংযোগ থাকতে হবে
২। Extra CD প্লেয়ার নেই
কারো কাছে যদি DJ এর টিউটোরিয়াল থাকে তবে প্লিজ কমেন্টে শেয়ার করবেন (শখের দাম ১৩,০০০ টাকা তাই একবার ট্রাই করে দেখি )
আমি রাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 286 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ও DJ হওয়ার খুব সাধ ভাই । মালটা দেশে পাওয়া যায় না ?