আমার ভিডিও নিয়ে একটু সাহায্য দরকার । আমি টিভি কার্ড দিয়ে একটা ভিডিও রেকর্ড করেছি। এখন মাঝে কিছু জায়গা ক্রপ করা দরকার। একটা সফটওয়্যার দরকার যাতে
১. ভিডিও ক্রপ করা যায়। (ধরুন ১ঘন্টার ভিডিও আছে । ওখানে ১০ থেকে ১৫ এবং ৩০ থেকে ৪০ মিনিট জায়গা টুকু কেটে ফেলে দিতে হবে। আমি সিলেক্ট করে দিব জায়গা দুটো সে নিজে নিজে ঐ জায়গা দুটো ফেলে দিয়ে পুরো ভিডিও টি জোড়া লাগিয়ে দিবে।
২. ভিডিও স্পিল্ট করা যাবে।
৩. ওয়াটার মার্ক করা যাবে।
৪. ভিডিও জোড়া লাগানো যাবে।
৫. অউটপুট সাইজ কম হতে হবে। সাইবারলিঙ্ক দিয়ে ট্রাই করছিলাম ফাইল ১০ জিবি হইয়া গেছে
একটা সফটওয়্যার হলে ভাল হয় ।
আমি athalsten। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভিডিও এডিট করার সবচেয়ে সহজ এবং ভাল সফটওয়্যার হল Corel Video Studio Pro
আপনাকে ২ টা Latest Full ভার্সনের লিঙ্ক দিলামঃ
১। Free Corel Videostudio Pro X4 Full Crack+Keygen Download
http://free-soft24.blogspot.com/2012/05/free-corel-videostudio-pro-x4-full.html
২। Corel Videostudio Pro X5 Cracked Keygen Full Version Free Download
http://free-soft24.blogspot.com/2012/05/corel-videostudio-pro-x5-cracked-keygen.html
Try করতে পারেন। আমি সবসময় Corel দিয়ে Video এডিট এর কাজ করি।
অথবা, Microsoft Windows Live Essential 2012 এর সাথে দেওয়া আছে Windows Live Movie Maker 2012
http://free-soft24.blogspot.com/2012/03/windows-live-essentials-2012.html