এটা আমার প্রথম পোস্ট। আমি খুব আনন্দের সাথেই পোস্ট করতেছি। ভুল হলে মাফ করবেন।
অনেক দিন পর আমার সপ্ন গতকাল সত্যি হল।
ipad 3 relase হওয়ার পর থেকেই আশা ছিল এটা ব্যাবহার করার। তাই আব্বুকে বললাম। এ ফাঁকে বলে রাখি আমি একজন student. আমার একটা ল্যাপটপ দরকার ছিল। আমি ভেবেছিলাম যে ipad 3 দিয়ে হয়ত সব কাজ করতে পারব। But খোঁজ নিয়ে জানলাম যে ওটা ল্যাপটপ এর বিকল্প নয়। তবে আমার apple এর পণ্য ব্যাবহার করার অসম্ভব শখ। তাই অবশেষে এক পিস apple macbook pro 13" দিতে বললাম। ব্যাস আমার লক্ষি আব্বাজান সৌদি আরব থেকে এক খান পাঠিয়ে দিল। দাম বাংলাদেশি ১,৩০,০০০ টাকা কিন্তু ভাই এখন এক মারাত্তক problem এ পরছি। এইটা খুব ভেজাল ভেজাল লাগে।
যে সব ভাই apple macbook pro or apple macbook air ব্যাবহার করেন আমি তাদের সাহায্য কামনা করি। আমাকে একটু সাহায্য করেন।
- এই ল্যাপটপ সম্পর্কে কার কি ধারনা ?
১) iwork কীভাবে ফ্রী ডাউনলোড করা যাবে?
২) apple macbook pro কিছু অসাধারন সফটওয়্যার এর তালিকা দেন ভাই।
৩) itunes থেকে কীভাবে সফটওয়্যার কিনবো?
৪) কীভাবে ব্যবহার করলে এটা টেকসই হবে? বুজেনত ভাই, দামি জিনিস একবার পাইছি যত্ন করা দরকার।
৫) বাংলা কীভাবে টাইপ করবো? কোন সফটওয়্যার টা বাংলার জন্য উপকারি হবে।
৬) apple macbook pro এর কিছু বিশেসত্ত জানাবেন?
আগাম ধন্যবাদ, কমেন্ট এর জন্য।
সবাই আমাকে একটু সাহায্য করবেন কিন্তু
আমি LIMON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Congratulation …
Now take a long breath and break then ask Question one after another . Yea .. I can see your smileing face along with your Teeth .