আমি খুব খুশি, একটা ম্যাকবুক পেলাম

এটা  আমার প্রথম পোস্ট। আমি খুব আনন্দের সাথেই পোস্ট করতেছি। ভুল হলে মাফ করবেন।

অনেক দিন পর আমার সপ্ন গতকাল সত্যি হল।

ipad 3 relase  হওয়ার পর থেকেই আশা ছিল এটা ব্যাবহার করার। তাই আব্বুকে বললাম। এ ফাঁকে বলে রাখি আমি একজন  student. আমার একটা ল্যাপটপ দরকার ছিল। আমি ভেবেছিলাম যে  ipad 3 দিয়ে হয়ত সব কাজ করতে পারব।  But খোঁজ নিয়ে জানলাম যে ওটা ল্যাপটপ এর বিকল্প নয়। তবে আমার apple এর পণ্য ব্যাবহার করার অসম্ভব শখ। তাই অবশেষে এক পিস apple macbook pro 13"  দিতে বললাম। ব্যাস আমার লক্ষি আব্বাজান সৌদি আরব থেকে এক খান পাঠিয়ে দিল। দাম বাংলাদেশি ১,৩০,০০০ টাকা কিন্তু ভাই এখন এক মারাত্তক  problem এ পরছি। এইটা খুব ভেজাল ভেজাল লাগে।

যে সব ভাই  apple macbook pro or apple macbook air ব্যাবহার করেন আমি তাদের সাহায্য কামনা করি। আমাকে একটু সাহায্য করেন।

- এই ল্যাপটপ সম্পর্কে কার কি ধারনা ?

১)  iwork কীভাবে ফ্রী ডাউনলোড করা যাবে?

২) apple macbook pro  কিছু অসাধারন সফটওয়্যার এর তালিকা দেন ভাই।

৩)  itunes থেকে কীভাবে সফটওয়্যার কিনবো?

৪) কীভাবে ব্যবহার করলে এটা টেকসই হবে?  বুজেনত ভাই, দামি জিনিস একবার পাইছি যত্ন করা দরকার।

৫)  বাংলা কীভাবে টাইপ করবো? কোন সফটওয়্যার টা বাংলার জন্য উপকারি হবে। 

৬)  apple macbook pro এর কিছু বিশেসত্ত জানাবেন?

আগাম ধন্যবাদ, কমেন্ট এর জন্য।

সবাই আমাকে একটু সাহায্য করবেন কিন্তু

Level 0

আমি LIMON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Congratulation …
Now take a long breath and break then ask Question one after another . Yea .. I can see your smileing face along with your Teeth .

Level 0

google করেন…

Level 0

ভাই আমরা তো এই প্রথম ম্যাক এর দাম জানলাম 🙂 🙂 🙂

আপনি খুব সহ্জে Mac Pro তে Windows সেটাপ দিতে পারবেন। Windows খুব ভাল চলে Mac এ। Spotlight search এ (এক্দম ডান দিকে উপরের কোনায় দেখ্বেন একটা Magnifying glass আছে, এটাকে spotlight search বলে) সার্চ দিন “BootCamp” দিয়ে। ওপেন হলে instruction অনুযায়ি Windows 7 setup দিন। Google এ “setup windows in macbook pro using bootcamp” লিখে সার্চ দিলে বিভিন্ন tuto পাবেন।

১) iwork কীভাবে ফ্রী ডাউনলোড করা যাবে?
–>Torrent থেকে নামানো যাবে পাইরেটেড iWork.
২) apple macbook air কিছু অসাধারন সফটওয়্যার এর তালিকা দেন ভাই।
–> আপ্নার টা ত Mac pro, air এর সফ্ট দিয়া কি করবেন? http://www.macupdate.com , Appd.in এই সাইট গুলা ভিজিট করতে পারেন।
৩) itunes থেকে কীভাবে সফটওয়্যার কিনবো?
–> আপ্নার International Credit card লাগবে সফ্ট কিন্তে। কিন্তূ ফ্রি তে Account করে ফ্রি সফ্ট গুলা নামাতে পারবেন। Google করুন “How to open iTunes account without a credit card”.
৪) কীভাবে ব্যবহার করলে এটা টেকসই হবে? বুজেনত ভাই, দামি জিনিস একবার পাইছি যত্ন করা দরকার।
–> ঝেড়েপুছে রাখ্বেন 😀 ।বিছানায় Laptop রাখ্বেন্না, রাখ্লে নিচে শ্ক্ত কিছু (যেমন বই) দিয়ে তার উপর রাখ্বেন। সব্সময় চারজ লাগিয়ে রাখ্বেন্না, এক্বার ১০০% হলে খুলে রাখ্বেন, ২০% এর নিচে নাম্লে আবার চারজ দিবেন, আর অনেক কিছু আছে, আস্তে ধিরে জানবেন।
৫) বাংলা কীভাবে টাইপ করবো? কোন সফটওয়্যার টা বাংলার জন্য উপকারি হবে।
–> Onkur bangla ভাল, আমি যেমন লিখ্তেছি এখন। http://onkur.sourceforge.net/?page_id=241
৬) apple macbook pro এর কিছু বিশেসত্ত জানাবেন?
–> অন্নেএএএক আছে ভাই। আপ্নি সময় নিয়ে http://www.apple.com/macbookpro/features.html থেকে দেখে নিয়েন।

Welcome to MAC family!

    Level 0

    @শিমুল: অনেক ধন্যবাদ ভাই। ২ নং প্রশ্ন টা pro হবে। ভাই pirated iwork নামালে কোন সমস্যা হবে না? ৪ নং উত্তরে খুব মজা পেলাম। হা হা হা । ভাই আপনি যেহেতু ম্যাক চালান এবং অভিজ্ঞ, তাই আপনাকে আমার দরকার হবে। একটু যোগাযোগ রাইখেন। বুজেন ই তো ভাই – I AM A NEW MEMBER IN MAC FAMILY

Level 0

MAC specialist vai ra ki suggest korte perben kon ta kena better kobe macbook pro naki air naki onno kono brand er laptop….?…..plz help….

    Level 0

    @nlliza: apni ki dhorner laptop caan ta depend korche apnar kaj R ruchir upor.

    example: 1. apni jodi portable and stylish laptop caan tahole macbook air.
    2. apni jodi laptop ea ektu heavy kaj korte caan(also stylish) tahole macbook pro
    vai apni jodi apple macbook pro or air kinte paren, tahole onno kono laptop kenar kotha mathay anben na. jodio mac user hisebe 1st hon tahole at first ektu amar moto problem ea porben , tobe ta thik hoye jabe. ek kothay laptop er boss holo MAC. thanks

Level 0

@LIMON: thanx