আমি ভারি সমস্যায় আছি,কেউ পারলে একটু জানান আমার নেটবুক এ এই প্রব্লেম টা কেন হয়? ভেবেছিলাম উইন্ডোজ প্রব্লেম।তাই অনেক সিডি থেকে উইন্ডোজ সেটাপ দিয়েও লাভ হয়নি।
নেটবুক অন করার সময় ও এই টাইপ দেখিয়েও হ্যাং মারে বুট হওয়ার আগে।এমন কি ঊইন্ডোজ সেট আপ এর সময় ও এভাবে স্ক্রিন এসে হ্যাং মারে।অনেক বার অফ অন করলে নিজে থেকেই আবার ঠিক হয়ে যায়।মাঝে মঝে আবার কোনো সমস্যাই দেখায় না।আবার অনেকক্ষন কাজ (১ঘন্টা)করতে গেলে এ অবস্থা হয়।আবার মাঝে মাঝে যে কোনো সফটওয়ার ইন্সটল দিতে গেলেও এমন হয়।মাঝে মাঝে আবার ভাইরাস নাই শিউর তবুও ব্লুস্ক্রিন চলে আসে।ভারি যন্ত্রণায় আছি।
ছবি গুলো দেখুন।
আমি মো মাসুদ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami k?
সম্ভবত RAM এর সমস্যা… RAM এর Slot থেকে RAM খুলে আমার লাগিয়া দেখতে পারেন…