ডিকশনারী বিষয়ে একটু সহযোগিতা চাচ্ছি…

আমার কাছে বেশ কয়েকটি ডিকশনারীর কালেকশন আছে। বই এবং সফটওয়্যার দু'টোই। কিন্তু কয়েকদিন ধরে নানান প্রয়োজনে বাংলা-টু-ইংলিশ ডিকশনারীটা ঘাঁটাঘাটি করতে হচ্ছে প্রচুর। একটা ওয়ার্ড খুঁজতে গিয়ে অনবরত পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে হচ্ছে। বিরক্ত লাগছে খুব ! সময় তো লাগছেই !

তাই বাংলা-টু-ইংলিশ একটি ডিকশনারীর সফটওয়্যারের খুব প্রয়োজন অনুভব করছি। নেটে ঘাঁটাঘাটি করে যে সব ডিকশনারী পেয়েছি, তা দেখে মন ভরে নি। অবশেষে মার্কেটে অনেক ঘুরাঘুরি করে ৮০ টাকা দিয়ে একটি (দোকানদারের মতে অতি ভাল) ডিকশনারীর সিডি কিনে আনলাম। সেটার কথা আপনাদের আর নাই বলি !!!

তাই কেউ এরকম ভাল কোনও বাংলা-টু-ইংলিশ ডিকশনারীর সফটওয়্যারের সন্ধান দিলে খুব উপকৃত হব। হোক সেটা নেটে কিংবা মার্কেটে।

(সাথে বাংলা-টু-হিন্দি এবং বাংলা-টু-উর্দূ কোনও ডিকশনারীর সন্ধান থাকলেও জানাবেন প্লিজ...)

Level 0

আমি Pantho Shrabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dui ta link paisi দেখেন তহ>>>>>>

https://www.techtunes.io/download/tune-id/45606

http://www.boi-mela.com/BookDet.asp?BookID=7651 {এটা কিনতে হবে}

অথবা http://www.rokomari.com এ গিয়ে খুজে দেখতে পারেন।