আমরা কয়েকজন আছি যাদের নিয়মিত টিউন লেখার ক্ষমতা হয়ত নেই...
কিন্তু নিয়মিত ঠিকই প্রিয় টেকটিউন্সে ঢু মেরে যাই...
আমরা হয়ত জানি না এই ওয়েবসাইটের পেছনে কারা কারা আছেন?
এডমিন প্যানেল বা মডারেটর প্যানেল এ কে কে আছেন?
এইসব প্রশ্ন নিয়েই আজকে আমার টিউন...
কয়েকটি প্রশ্ন করতে চাই:
1) কিভাবে তৈরী হল টিকটিউন্স?
2) মডারেটর প্যানেল কিংবা এডমিন প্যানেল এ কে কে আছেন?
ইত্যাদি.. ইত্যাদি...
জানালে খুব খুশি হোতাম।
আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...
আমি আপনাকে ভোট দিলাম।