কম্পিউটার Shut Down Problem. কি করব?

কম্পিউটারে কিছুক্ষণ নেটে কাজ করার পর যখন কম্পিউটার বন্ধ করতে যাই তখন Shut Down  এর পাশে এই চিনহ টা আসে । তখন কম্পিউটার অটোম্যাটিক Windows Update নেয়।  চালু হবার সময়ও নেয়। এতে কম্পিউটার চালু আর বন্ধ হতে অনেক সময় নেয় যা আমার কাছে খুবি বিরক্তিকর লাগে। এটা বন্ধ করা যায় কিভাবে কেউ কি আমাকে বলতে পারেন? খুব ঝামেলা করছে জিনিসটা। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তরঙ্গ ভাই, কই থাকেন মিয়া আপনি? হেল্প চাইলেই দেখা মিলে, এমনিতে আর কোন খবর নাই।

স্টার্ট বাটন চেপে কন্ট্রোল প্যানেল এ যান।সিস্টেম এন্ড সিকিউরিটি তে ক্লিক করুন।Windows Update খুজে বের করুন ।ওখানে ঢুকুন।Turn of Autometic Update এ ক্লিক করে বন্ধ করুন।ঝামেলা শেষ।

Level 0

মুকুট ভাই যথার্থই বলেছেন। আর যদি এমনটা না করতে চান তবে কষ্ট করে Shut Down Button এ একটা click মেরেই দেন আপনার PC automatically update শেষে shut down হয়ে যাবে।

Level 0

একটু সময় নিলেও Windows এর সকল componant গুলি upto date রাখাই ভাল।