আমি Internet download manager অনেক আগের থেকে ব্যাবহার করি।কিন্তু আজ থেকে ব্যবহার করা বন্ধ করতে বাধ্য।আমি Internet Download manager এর start up problem এর সম্মুক্ষিন হচ্ছি।পিসি স্টার্ট হলে idm installer সামনে এসে হাজির হয়।কি করতে হবে বুঝতেছিনা।আমাকে এই ব্যাপারে কি কেউ সাহায্য করতে পারবেন।??????????????????????????????
ভুল শব্দ ব্যাবহার করে থাকলে ক্ষমা করবেন।আমি বিজয় এ নতুন।তাই অনেক কষ্ট হইছে লিখতে।
আমি ASHIK_SAJJAT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাসের উপর জমে থাকা এক শিশির বিন্দু আমি। সবাই দেখে হাসে, যেমনটা আমি সবাইকে হাসাই। আসতে আসতে সময় বদলে যাচ্ছে। একদিন কাক ডাকা ভোরে আর ঐ ঘাসের উপর শিশির বিন্দু জমবে না। ঠিক আমিও হারিয়ে যাব চিরতরে। আর হয়ত হাসবে না কেও আমায় ভেবে। আস্তে আস্তে সবাই ভুলে যাবে। যা...
idm আপনার পিসি এর স্টার্ট আপ এ আসে। run এ যান তারপর লিখেন msconfig. এরপর এন্টার প্রেস করুন। idm installer এর টিক মার্ক উঠিয়ে দিন।