আমার এক্সাম এর জন্য একটু হেল্প দরকার। প্লিস হেল্পান…

আমার সামনে এক্সাম। আমার এক্সাম এর জন্য দুইটা বই এর নুটবুক এর সফট কপি খুব প্রয়োজন। কিন্তু আমি অনেক খুজেও পাচ্ছিনা/ডাউনলুড করতে পারছি না। আমার বউ দুটুর নাম Coverly Papers From the Spectator by Joseph Addision and Richard Steel আর একটা বই হচ্ছে Tom Jones By Henry Fielding.

 

আমি তো পারছি না। আপনারা যারা এক্সপার্ট আছেন তারা কেউ কি আমার জন্য একটু কষ্ট করে বই দুটুর ডাউনলুড লিঙ্ক টা আমাকে দিতে পারেন? তাহলে খুব উপক্রিত হব। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। বিশেষ করে  নাম Coverly Papers From the Spectator by Joseph Addision and Richard Steel এই বইটা একটু বেশি দরকার।

 

বিঃ দ্রঃ আমার আসলে এ দুটুর নুটবুক দরকার। মেইন বই না।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস