আমার একখানা আনভেরিফাইড পেপাল আছে। মাঝে মাঝে অনলাইনে পে করার জন্য কাজে লাগে। আমি ওডেস্কে নতুন।টাকাটা পেপাল এ তুলতে পারলে অনকে কাজে দিত। ভয় লাগছে, পেপাল এড করলে যদি একাউন্ট ব্লক করে দেয় । আচ্ছা এক্ষেত্রে ওডেস্ক ব্লক হয়ে যাওয়ার সম্ভবনা আছে ? পেপাল জাহান্নামে যাক, আরেকটা খোলা যাবে, কিন্তু ওডেস্ক এ ফিডব্যাক পেতে জানডা বাইর হইয়া যায় 😀
মানিবুকার্স এ টাকা তুলে আমি কি করব সেটা বুঝতেছি না, মানি বুকার্স এর টাকা কি কাজে লাগানো যায়? আসলে আমি ক্যাশ নিয়ে চিন্তা করছি না, অনলাইনে ব্যবহার কথা ভাবছি
ফ্রিল্যান্স গুরুরা একটু আওয়াজ দেন কি করব? পেপাল এড করব নাকি ? যদি না হয়, মানিবুকার্স এর টাকা কোন কাজে ব্যবহার করা যায়?
আরেক টা কথা, সেপ্টেম্বরে পেপাল আসবে, ১০০% সিউর ??
আমি মাইক্রো বট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি এবং কম্পিউটার পাগলা । __---__ সত্য এবং বাস্তবকে তুলে ধরতে সর্বদাই স্বেচ্ছাসেবক
এত সমস্যা মনে করলে Payoneer Debit Card ব্যবহার করেন…….