আমি সবার কাছে জানতে চাই,ইন্টারনেটের কোন ওয়েব পেইজের কতটুকু আংশ যা আমার খুব প্রয়োজন কিন্তু তা কপি বা
ডাউনলোড করা যাচ্ছেনা শুধু পড়া যায় ।আমার খুব প্রয়োজন এখন আমি কি করব?আমাকে একটু সাহায্য করেন প্লিজ ।
screnshot কিভাবে নিতে হয়?কারো কাছে screnshot software থাকলে আমাকে দিলে উপকার হবে প্লিজ ।
আমি আরিফ বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবাই কেন যে screenshot নেয়ার জন্য software চায় আমি তাই-ই বুঝি না । সহজ পদ্ধতি শিখে নেন ,
প্রথমে আপনার পেজটি ওপেন করুন , এরপর কীবোর্ডের PtrScr কী টি চাপুন । ফলে স্ক্রীণে যা ছিল তার ছবি উঠে গেছে , এবার Paint এ গিয়ে paste করুন এবং ইচ্ছামত crop করে save as থেকে ইমেজ আকারে সেভ করুন । কাজ শেষ .. ..