টেকটিউনস ভাইরা প্রথমে আমার সালাম নিবেন ,আমি ক্ষুদ্র একজন টিউনার .আপনারদের কাছে অনেক ভুল করসি বা করলে ক্ষমা করে দিবেন .আমি ভালোভাবে টাইপিং করতে পারিনা
তাই ভুল হলে ক্ষমা করে দিবেন .
আমি ২০১১ সালে ডিপ্লোমা ইন টেস্কটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেসি(আই.আই.টি.বি বগুরা হতে ) .আমার জি.পি.এ ৩.২৩ এসেছে (৪ গ.পি.এ এর মধ্যে ).আজ ২০১২ সাল কিন্তু লোকের অভাবে কোনো চাকরী পাইনি.
এমনকি লোকের অভাবে ৩ মাসের ট্রেনিং পর্যন্ত করতে পারিনি .কলেজ হতে দেয়া ট্রেনিং এর কাগজ আজও আমার কাছে পরে আছে .বর্তমানে আমি একটা দোকানে মোবাইলে গান তোলার ব্যবসা করছি .পার ডে ১০০-১৫০ টাকা পাই যার অর্ধেক দোকানদার কে দেবার পর আমার ৫০-৭৫ টাকা থাকে.
এই টাকা ঢাকা শহরে একজন মানুষের ৩ বেলা খাবারই হয়না .অবস্য আমি দুই বেলা খাই ,তিন বেলা খাওয়া হয়না ,টাকা পাবো কই???
বাড়ি ভাড়ার টাকা জোগাতে পারি না বন্ধুরা সাহায্য করে কেননা বাসা থেকে আমাকে এর কোনো টাকা দেয়না.এই মাসের বাড়িভাড়া টা মোবাইল বিক্রি করেই দিলাম .
সামনে মাসে কিভাবে দিবো জানিনা !!!এখন সুধু লাপটপ টাই আছে.
আমি ২ বছর হলো ইন্টারনেট ব্রাউস করি.তাই ভাবলাম ইন্টারনেটে ই কিছু একটা করবো .তাই ফ্রীলেন্সার ও ওডেস্ক এর নাম শুনে টেকটিউনস থেকে বই দুটা ডাউনলোড দেয়ে পরলাম এবং দুইটা যাইগাই একাউন্ট খুলে ফেললাম ,এক মাস ধরে অনেক বিট করলাম বাট কাজ পেলাম না .
আমার ওডেস্ক নাম : Md.Fakrul Islam Sagor
ফ্রীলেন্সার নাম : engineersagor
আমি বর্তমানে http://www.clicksia.com এবং http://www.incentria.com এ কাজ করসি বাট ৩ দিনেও ৭০ বাংলা টাকাও ইনকাম করতে পারিনি.
http://www.depacco.com ও http://www.readbud.com এও কাজ করছি ,এখান থেকে টাকা পাবো কিনা জানিনা .
এসব কথা থাক অন্য কোথায় আসি ,আমি যা পারি
এরপরও আমার কেন এই অবস্থা হবে .বলতে খারাপ লাগে আমিএখনো না খেয়ে আছি.
আমি জানিনা আমি কি করবো ? আমি ডিপ্লোমার শুরু থেকে একটা মেয়েকে ভালবাসি, ২৪.০৫.২০১২ তারিখে আমাদের ৫ বসর পূর্ণ হবে.
আমি অনেক আগেই আত্মহত্যা করতাম কেননা এভাবে কোনো মানুষ বাচতে পারেনা .আমি মরতে পারিনা ওই মেয়েটার জন্য.
আমার এমনও কষ্ট আছে যা আপনাদের মাঝে প্রকাশ করতে পারলাম না ,আপনারা অনেক কষ্ট পাবেন !
আমার জীবনের কিছু কষ্ট আপনাদের মাঝে শেযার করলাম ,পারলে আমাকে বাচার রাস্তা দেখে দিবেন যাতে আমি মাথা উচু করে বাচতে পারি .টাকা দিয়ে সাহায্য করতে হবেনা ,
ইন্টারনেটে এমন কিছু করার সুযোগ করে দিন যাতে আমি তিন বেলা খেয়েও বাড়ি ভাড়াটা দিতে পারি.
ভাই বর্তমানে আমার কোনো মোবাইল নেই তাই নাম্বার টা দিতে পারলাম না ,পোস্টে কমান্ড করে আমাকে প্লিস একটু সাহায্য করুন!!!
ভাই আমার একটা ইমেল আছে : [email protected]
পারলে মেইল করবেন !!!
কিছুক্ষণের জন্য আপনাদের বিরহে ফেলবার জন্য আমি ক্ষমাপার্থী !!!
সবাই ভালো থাকবেন !!!
আমি সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Techtunes এ নতুন so আমাকে আপনারা সাহায্য করবেন Pleasa!
ভাই আপনার কথা শুনে খুব খারাপ লাগলো । আমি নিজেও কোনো আলালের দুলাল না । অনেক চেষ্টার পরে এখন মোটামুটি আয় করতে পারি ! আপনি ফ্রীল্যান্সিং এ চেষ্টা চালিয়ে যান কিন্তু “http://www.incentria.com” “http://www.clicksia.com” এই সব সাইটে কাজ করবেন না । এরা আপনার সময় , অর্থ এবং শ্রম তিনটাই নষ্ট করবে । আর আপনি যা যা পারেন বললেন তাতে আমি একটা আয় করার উপায় বলে দিতে পারি । ফ্রীল্যান্সিং এ চেষ্টার পাশাপাশি সেটাও চালাতে পারেন । আমার সাথে যোগাযোগ করুন http://www.facebook.com/crystal.heartt
আমি অনেক আগেই আত্মহত্যা করতাম কেননা এভাবে কোনো মানুষ বাচতে পারেনা ।আমি মরতে পারিনা ওই মেয়েটার জন্য
আত্মহত্যা কি সব সমাধান নাকি ? জীবনে উথান পতন থাকবেই । আমারো পতন ছিল যেটা আমি কাটিয়ে এসেছি । এখন শুধুই এগিয়ে যাওয়া । আপনিও আমার মত একসম্য় কাটিয়ে উথবেন । শুভ কামনা রইল । ভালো থাকবেন ভাইয়া !
Jibon tai a rakom