দয়াকরে আমাকে আশার আলো দেখে দিন,আমাকে বাচার রাস্তা দেখে দিন!!!আমি আপনাদেরই একজন টিউনার!!!

টেকটিউনস ভাইরা প্রথমে আমার সালাম নিবেন ,আমি ক্ষুদ্র একজন টিউনার .আপনারদের কাছে অনেক ভুল করসি বা করলে ক্ষমা করে দিবেন .আমি ভালোভাবে টাইপিং করতে পারিনা

তাই ভুল হলে ক্ষমা করে দিবেন .

আমি ২০১১ সালে ডিপ্লোমা ইন টেস্কটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেসি(আই.আই.টি.বি বগুরা হতে ) .আমার  জি.পি.এ ৩.২৩ এসেছে (৪ গ.পি.এ এর মধ্যে ).আজ ২০১২ সাল কিন্তু লোকের অভাবে কোনো চাকরী পাইনি.

এমনকি লোকের অভাবে ৩ মাসের ট্রেনিং পর্যন্ত করতে পারিনি .কলেজ হতে দেয়া  ট্রেনিং এর কাগজ আজও আমার কাছে পরে আছে .বর্তমানে আমি একটা দোকানে মোবাইলে গান তোলার ব্যবসা করছি .পার ডে ১০০-১৫০ টাকা পাই যার অর্ধেক দোকানদার কে দেবার পর আমার ৫০-৭৫ টাকা থাকে.

এই টাকা ঢাকা শহরে একজন মানুষের ৩ বেলা খাবারই হয়না .অবস্য আমি দুই বেলা খাই ,তিন বেলা খাওয়া হয়না ,টাকা পাবো কই???

বাড়ি ভাড়ার টাকা জোগাতে পারি না বন্ধুরা সাহায্য করে কেননা বাসা থেকে আমাকে এর কোনো টাকা দেয়না.এই মাসের বাড়িভাড়া টা মোবাইল বিক্রি করেই দিলাম .

সামনে মাসে কিভাবে দিবো জানিনা !!!এখন সুধু লাপটপ টাই আছে.

আমি ২ বছর হলো ইন্টারনেট ব্রাউস করি.তাই ভাবলাম ইন্টারনেটে ই কিছু একটা করবো .তাই ফ্রীলেন্সার ও ওডেস্ক এর নাম শুনে টেকটিউনস  থেকে বই দুটা ডাউনলোড দেয়ে পরলাম এবং  দুইটা যাইগাই একাউন্ট খুলে ফেললাম ,এক মাস ধরে অনেক বিট করলাম বাট কাজ পেলাম না .

আমার ওডেস্ক নাম : Md.Fakrul Islam Sagor

ফ্রীলেন্সার নাম : engineersagor

আমি বর্তমানে http://www.clicksia.com এবং  http://www.incentria.com এ কাজ করসি বাট ৩ দিনেও ৭০ বাংলা  টাকাও ইনকাম করতে পারিনি.

http://www.depacco.comhttp://www.readbud.com এও কাজ করছি ,এখান থেকে টাকা পাবো কিনা জানিনা .

এসব কথা থাক অন্য কোথায় আসি ,আমি যা পারি

  • Microsoft Office(Ms Word & PowerPoint)
  • Programming
  • Hard wiring
  • Multimedia
  • Software
  • Photoshop
  • Internet
  • Computer Operating
  • Electrical Service

এরপরও আমার কেন এই অবস্থা হবে .বলতে খারাপ লাগে আমিএখনো না খেয়ে আছি.

আমি জানিনা আমি কি করবো ? আমি ডিপ্লোমার শুরু থেকে একটা মেয়েকে ভালবাসি, ২৪.০৫.২০১২ তারিখে আমাদের ৫ বসর পূর্ণ হবে.

আমি অনেক আগেই আত্মহত্যা করতাম কেননা এভাবে কোনো মানুষ বাচতে পারেনা .আমি মরতে পারিনা ওই মেয়েটার জন্য.

আমার এমনও কষ্ট আছে যা আপনাদের মাঝে প্রকাশ করতে পারলাম না ,আপনারা অনেক কষ্ট পাবেন !

আমার জীবনের কিছু কষ্ট আপনাদের মাঝে শেযার করলাম ,পারলে আমাকে বাচার রাস্তা দেখে দিবেন যাতে আমি মাথা উচু করে বাচতে পারি .টাকা দিয়ে সাহায্য করতে হবেনা ,

ইন্টারনেটে এমন কিছু করার সুযোগ করে দিন যাতে আমি তিন বেলা খেয়েও বাড়ি ভাড়াটা দিতে পারি.

ভাই বর্তমানে  আমার কোনো মোবাইল নেই তাই নাম্বার টা দিতে পারলাম না ,পোস্টে কমান্ড করে আমাকে প্লিস একটু সাহায্য করুন!!!

ভাই আমার একটা ইমেল আছে : [email protected]

পারলে মেইল করবেন !!!

কিছুক্ষণের জন্য আপনাদের বিরহে ফেলবার জন্য আমি ক্ষমাপার্থী !!!

সবাই ভালো থাকবেন !!!

Level 0

আমি সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Techtunes এ নতুন so আমাকে আপনারা সাহায্য করবেন Pleasa!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Jibon tai a rakom

Level New

Please Join This Facebook Group. And Post Your Problem. We are Solved your problem. https://www.facebook.com/groups/bangladeshoutsourcing/

আপনি অবশ্যয় freelancing এ কাজ করতে পারবেন , এই জন্যে আপনার দারকার হবে প্রচুর ধৈর্য্য !!

২মাস এ বিট করে কাজ পাননি তাতে কি হইছে !! আপনি চেষ্টা করতে থাকুন , বেশ কয়েকটি বিষয়ে ভালো দক্ষতা অর্জন করুন এবং বায়ারদের সাথে স্টং কমিউনিটেক করুন আপনার কাজ এর প্রুফ দেখিয়ে তাদের আস্বত্ব করুন ।

আপনি চাইলে seo, html ইত্যাদীতে ভালো দক্ষতা অর্জন করুন। অতঃপর একাধিক বিশ্বস্ত সাইটে একসাথে বিট করুন , ইনশাল্লাহ আপনিও পারবেন।।

vai apnar mobile number dela valo hoto akto kotha bola jato

ভাই আপনার কথা শুনে খুব খারাপ লাগলো । আমি নিজেও কোনো আলালের দুলাল না । অনেক চেষ্টার পরে এখন মোটামুটি আয় করতে পারি ! আপনি ফ্রীল্যান্সিং এ চেষ্টা চালিয়ে যান কিন্তু “http://www.incentria.com” “http://www.clicksia.com” এই সব সাইটে কাজ করবেন না । এরা আপনার সময় , অর্থ এবং শ্রম তিনটাই নষ্ট করবে । আর আপনি যা যা পারেন বললেন তাতে আমি একটা আয় করার উপায় বলে দিতে পারি । ফ্রীল্যান্সিং এ চেষ্টার পাশাপাশি সেটাও চালাতে পারেন । আমার সাথে যোগাযোগ করুন http://www.facebook.com/crystal.heartt

আমি অনেক আগেই আত্মহত্যা করতাম কেননা এভাবে কোনো মানুষ বাচতে পারেনা ।আমি মরতে পারিনা ওই মেয়েটার জন্য

আত্মহত্যা কি সব সমাধান নাকি ? জীবনে উথান পতন থাকবেই । আমারো পতন ছিল যেটা আমি কাটিয়ে এসেছি । এখন শুধুই এগিয়ে যাওয়া । আপনিও আমার মত একসম্য় কাটিয়ে উথবেন । শুভ কামনা রইল । ভালো থাকবেন ভাইয়া !

লগ ইন না করে থাকতে পারলাম না। জব করতে চান, বলুন! আমি হয়তো আপনাকে সহযোগিতা করতে পারব। বিস্তারিত জানতে একটু কস্ট করে এই নাম্বারে ফোন করুন। 01934 114755

প্রিন্স মাহমুদ ভাই আপনার কথা আমার খুব ভালোলেগেসে .আমি চেষ্টা করবো অবস্যই করবো.আমাকে কিছু করতেই হবে .কিন্তু কিছু করতেই চাইলেই পারা যাই না কারণ কিছু করার জন্য সিরি লাগে বা রাস্তা লাগে ,আমার সেটা নেই ,টাই এক যন্তনার অন্ধকারে পরে আসি ,ভাই http://www.readbud.com এ কাজ করলে কি ওরা প্রিমেন্ট দিবে নাকি ধোকা দিবে ,দয়াকরে একটু জানাবেন.আমি এখন দিশেহারা ডিপ্লোমা করেও কিছু করতে পারলাম না ইন্টারনেটে ও কিছু করতে পারসি না .কি করবো আমি???কিছুই জানি না ???আমার জীবন টাই???????????

প্রিন্স মাহমুদ ভাই আপনি সবার বিপদে এগিয়ে আসেন এটা আমি অনেক পোস্টে আপনাকে কমান্ড করতে দেখেসি .আপনাকে আমার খুব ভালোলাগে.আমি জানতাম আপনি আমার পোস্টে কমান্ড করবেন ,আমি কিছু না করতে পারলেও আমি আমার পোস্ট টা নিয়ে সার্থক.সত্যি সার্থক.

প্রিন্স মাহমুদ ভাই আমাকে কিছু বই এর লিঙ্ক দিতে পারবেন যা পরে আমি ও আপনাদের মতো কিছু করতে পারি.
আমি সত্যিই খুব কষ্টে আসি.দয়া করে আমাকে একটু সাহায্য করুন,আমি আপনাদের কখনই ভুলবনা !!!

Level 0

বড় বড় মার্কেটপ্লেসে যখন বিড করে যখন কাজ পাননি তখন আমি আপনাকে এই ছোট্ট মার্কেটপ্লেসটাতে জয়েন করতে বলব – Fiverr.Com. আমাকে বিশ্বাস করুন আর নাই করুন, এই মার্কেটপ্লেসটা আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে। আপনার এখানে কাজ করার জন্য যথেষ্ঠ স্কিল আছে। সাহায্যের জন্য আমাদের ফেবু গ্রুপটায় জয়েন করতে পারেন। ও! আরেকটা কথা, দয়া করে পিটিসি তে কাজ করবেন না।

Level 2

please contact with your update CV at [email protected] or 01671741741 i will try to do something for your carrier

Level 0

ভাই আমি খুবি অবাক হলাম আপনার ঘটনা শুনে। ভাই তবে আমার কি মনে হয় জানেন, আপনি একটু বেশি Upset ও বেশিই Frustration এ ভুগছেন, এটা ঠিক না ভাই। চেষ্টা করুন সফলতা আসবেই আমি Garantee দিচ্ছি। ভাল থাকবেন ভাই।

Level 0

please join ashik72……er fivver e kaj koran…..

Level 0

please take odesk support…your screen short……is your prove….

Level 0

vai apner koste ami kostito but amio apner moto kisue korte pari nai……… sorry…… next time apner kase help chaibo

Level 0

Hello Brother ,

I’ll give you work via oDesk , if you interested please add me now your Skype . My Skype is muntct

শুনলাম তোমার নাকি লেফটফ আছে বিক্ত্রয় করলে বল । আমি আছি।

আর মন খারাফ কর না। গ্লাল ফেন্ড না রাখতে পারলো ছেড়ে দাও। আমরা বড় লোক পোলাপাইন আছি না….

মজার কথা হল তোমার মন ছোট তোমাকে দিয়ে কিছু হবে না। আমি হলাম বাদশা
জীবন আমার কাছে মজা আর মজা । দুক্ষুর মারে বইনেরে ছুদি

ভালো… চেষ্টা চালায় যাও ভালো কিছু করতে পারবা। ওডেস্কে SEO এর কাজ করো ভালো করতে পারবা।

Level 0

হতাশ হওয়ার নাম জীবন নয়, সংগ্রামের নাম জীবন।

এখন আমি প্রফেশনাল ফ্রীল্যান্সার.নিজের একটা অবস্থান ও হয়েছে http://www.bestsocialplan.com

Thanks for your marvelous posting! I quite enjoyed reading it, you happen to be a great author. I will remember to bookmark your blog and will eventually come back very soon. You can get more related topic from best social plan. Have a nice evening!