আমার মেমরি কার্ড থেকে কোন ফাইল কম্পিউটারে কপি করতে গেলে কপি হয়না। নিচের ম্যাসেস টি দেয়।
এখন আমি কিভাবে ফাইল কপি করতে পারি দয়া করে কেউ জানাবেন? জানালে খুব উপক্রিত হব।
এখন আমি কিভাবে ফাইল কপি করতে পারি দয়া করে কেউ জানাবেন? জানালে খুব উপক্রিত হব।
আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। আসা করি আমার সমসসার সমাধান হবে।
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
আশারাখি আল্লাহর রহমতে ভালো আছেন।
****আপনি কার্ড এর যে সমস্যার কথা বলেছেন, তার সমাধান টি কয়েকটি কাজ করে দেখুন।***
১-মোবাইল দিয়ে অন্য মোবাইলে ফাইল ট্রান্সফার করুন।তার পর মেমোরী কার্ডটি ফরমেট দেন।
২-আপনি যে কার্ডরিডার দিয়ে মেমোরী কার্ডটি কম্পিউটারে উ,এস,বি পোর্টে ইনপুট করেছেন সেখান থেকে কার্ডরিডাটি কম্পিউটারে ডাইরেক্ট উ,এস,বি পোর্টে ডোকান।এবার দেখেন।
৩-আপনার কম্পিউটারে বেশি এ্প্লিকেশন রান হওয়ায় সিসটেম-রেজিস্ট্রার এ ডাটা সমস্যায় যে কোন ডাটা মানে:উ,এস,বি পোর্টে কিছু ইনপুট করলে ডাটা-এরোর /ডেইনেন দেখাবে।সে জন্য আপনাকে (আমার দেখা)এডভান্স সিস্টেম কেয়ার নামে একাটা সফটও্যয়ার ব্যবহার করতে হবে।তাহলে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন।
৪-সাধারনত মেমোরী কার্ড গুলো বেশির ভাগ,যেকোন সেট/ক্যমেরা থেকে খোলা-খুলি করলে মেমোরী কার্ড এর ডাটার চিফ-আইসি প্রবলেম হয় এবং কার্ড এ চাপ পরলে কিছু সময় মেমোরী কার্ডএর ডাটা ৫০%সেন্ট হয় ও ৫০% ডাটা থেকে যায় মেমোরী কার্ডেএ।
*মনে রাখবেন মেমোরি কার্ড এ বেশির ভাগ সময় নষ্টো হয়।তাই বেশি সময় গুরুত্বপূর্ন ফাইল গুলো না রেখে, ফাইল গুলো সরিয়ে পিসিতে রাখবেন;মেমোরি কার্ড থেকে।
*আশারাখি এ নিয়ম গুলো একবার ট্রাই করে দেখুন।
ভালো থাকবেন।