প্রিয় টিউনার ভাইয়েরা আশা নয় বিশ্বাস মহান আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালই আছেন । এটা নতুন নয় যে, আমি যখন কোন সমস্যায় পড়ি তখনই আমি এই টেকটিউনস এর সরনাপন্ন হই । কারন এই পর্যন্ত যতগুলো সমস্যার কথা আমি এই টেকটিউনে লিখেছি তার সবগুলোর সমাধানই পেয়েছি । তাই এবারও তার ব্যতিক্রম না করে আবারও একবুক আশা নিয়ে টেকটিউনে আবার লিখলাম । আসলে আমি ডাটাবেস সফটওয়্যার তৈরী করা শিখতে চাই । আমি ভিজুয়্যাল বেসিক ৬.০, সি/ সি++(বেসিক), ভিজুয়্যাল বেসিক ২০০৫, মাইক্রোসফট এক্সেস মোটামুটি পাড়ি । কিন্তু আমি জানি না কোন বিষয়টি ভালভাবে শিখলে আমি যে কোন ডাটাবেস সফটওয়্যার তৈরী করতে পারব । আমি যদি নেটওয়ার্ক বেস শক্তিশালি ডাটাবেস সফটওয়্যার তৈরী করতে চাই তাহলে কোন বিষয়টি শিখলে আমার জন্য ভাল হবে তা জানালে খুবই উপকৃত হতাম (উপরের বিষয়গুলোর বাইরে হলেও সমস্যা নেই) । তাই আপনাদের কাছে আমার একন্ত চাওয়া এই যে, কোন বিষয়গুলো শিখলে আমার জন্য ভাল হবে এবং ওয়েবের কোন সাইট থেকে সেটা শিখলে আমি ভাল করতে পারব । আসলে আমার তেমন কোন পরিচিত লোক নেই যে, আমাকে এই বিষয়ে খুব একটা সাহায্য করতে পারবে । তাই বাধ্য হয়েই টেকটিউনসের কাছে আশা । আমি আশা করব, যারা এই বিষয়ে এতটুকু পরিমানও জানেন তারা আমাকে সেটুকুই বলবেন । সকলের দোয়া ও সাহায্য কামনায় রইলাম.............
আমি নাজমুল হুদা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার স্বল্প জ্ঞানে বলতে পারি C#(সি শার্প) ভালভাবে শিখলেই আপনি সবচেয়ে ভালভাবে ডাটাবেস সফটওয়্যারগুলো বানাতে পারবেন। এখান থেকে আপনি সি শার্প সম্পর্কে বেশ ভাল ধারনা পাবেন। যদিও টিউনার জ্যোতি ভাইয়া মনে হয় সময়ের অভাবে ডাটাবেসের সাথে কানেক্ট করে কোন ডেক্সটপ অ্যাপলিকেশন বানানো বিস্তারিতভাবে এখনও দেখাননি, তবে উনার টিউনগুলো খুবই ভাল হয়েছে।