সাহায্যঃ বাংলায় WordPress ওয়েব সাইট বানাতে চাই

wordpress-250x250

আমি বাংলায় WordPress এ ওয়েব সাইট বানাতে চাই।পুরো ওয়েব সাইটটি হবে বাংলায়।like techtunes ,font গুলো হবে techtunes এর মত।কিভাবে করব? । আমি Wordpress দিয়ে যেটা করেছি তাতে বাংলা font ছোট আসে, বাটোন গুলো english এ আসে। যদি কোন WordPress বিশেষজ্ঞ আমাকে help করতেন....... খুব উপকার হত। কারো কাছে যদি tutorial থাকে তাহলে আমাকে লিংকটা দিবেন ।

Level 0

আমি আবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am a ....................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://www.Tech.Linkinworld.com এই ব্লগে ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক ভাবে কয়েকটি টিউটোরিয়াল পোস্ট করা হয়েছে এবং আরও কিছু টিউটোরিয়ালও পোস্ট করা হবে।

১.তৈরী করুন নিজের তৈরী ওয়ার্ডপ্রেস ব্লগ-১ http://tech.linkinworld.com/?p=155 (ওয়ার্ডপ্রেস সেট-আপ)
২.তৈরী করুন নিজের তৈরী ওয়ার্ডপ্রেস ব্লগ-২ http://tech.linkinworld.com/?p=261 (ওয়ার্ডপ্রেস ব্লগ বাংলায় রুপান্তর)

আশা করি উপকারে আসবে।তবে তারপরেও কোন সমস্যা হলে আমি তো আছিই।

Level 0

dear http://www.Linkinworld.com ভাই
আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি বিষয়ে কি সাহায্য করা যায়? লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ব্লগ পরিবর্তনের জন্য কি কি বিষয় অনুসরণ করতে হবে? বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকবো।

Level 0

http://www.Linkinworld.com ভাই

কেমন আছেন? ওয়ার্ডপ্রেসে header-এ আমি দুইটি টেবিল তৈরি করতে চাই। একটিতে bannar ও আরেকটিতে swf file দিতে চাই। কিভাবে সম্ভব? জানালে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।

    হ্যাঁ এটা করা অবশ্যই সম্ভব।তবে কি ভাবে করবেন সেটা আপনি যে থিম ইউজ্‌ করেছেন সেটার উপর কিছুটা নির্ভর করবে।সাধারনত Header.php পেইজ এ পি এইচ পি কোড্‌ এডিট করে আপনি ব্যানার পরিবর্তন করতে পারবেন। এবং .swf ফাইল ও দিতে পারবেন।আপনি কি লোকাল সার্ভারে ইউজ্‌ করছেন? এটা একটু জানাবেন। তা হলে আমি বলে দিতে পারবো কি ভাবে করবেন তা।

    আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে বা ওয়ার্ডপ্রেস এর থিম মডিফাই নিয়ে বেশ কিছু পোস্ট করার ইচ্ছা ছিল এবং স্ক্রীন শট্‌ ও রেডি করা আছে। তবে সময়ের অভাবে সে গুলো আর করা সম্ভব হচ্ছে না। তারপরেও http://www.Tech.Linkinworld.com এ চোখ রাখুন। আর ওয়ার্ডপ্রেস নিয়ে আর কোন প্রশ্ন থাকলে তা করতে পারেন।

হ্যাঁ আপনাকেও ধন্যবাদ। লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস কি সেট-আপ দেওয়া হয়ে গেছে? আর যদি সেট-আপ দেওয়া হয়ে যায় তা হলে। কি কি জিনিস পরিবর্তন করতে চান? এটা জানালে ভালো হত।

Level 0

http://www.Linkinworld.com ভাই,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ব্লগটি আমি দেখেছি এবং সর্বদাই তা ওপেন রাখি।
আমি wamp server ব্যবহার করি। pinkSimpleScheme Magazine নামের থিম ব্যবহার করছি। সেখানে পেজ মেনুবারের নিচে ব্লগ টাইটেল যেখানে আছে সেখানে আমি দুইটি টেবিল করতে চাচ্ছি। একপাশে ব্যানার অপর পাশে swf file দেবার জন্য চেষ্টা করছি। যাই হোক বস যদি সম্ভব হয়, অবসরে আমাকে জানাবেন। অথবা [email protected] -এ ইমেইল করে দিলেই চলবে। আপনাকে অনেক বিরক্ত করলাম।

আবারো আপনাকে ধন্যবাদ। ভাল থাকেন।

Level 0

অবসর.কম ফোরাম এ ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারাবাহিক টিউটরিয়াল শুরু হয়েছে। চাইলে যে কেউ দেখতে পারেন। অথবা আমার সাথে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব সাহায্য করতে। আমার ইয়াহু আইডি : salehsust_1986

Level 0

Saleh ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

http://www.Linkinworld.com ভাই,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।