কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । আমি আপনাদের কাছে একটা ছোট-মট বড় আবদার করতে চাই আজ। আমি একটা অনলাইন নিউজ পোর্টাল ওয়েবসাইট খুলতে চাই । ডোমেইন কেনা আছে। -গত ২০ দিন যাবত আমার সাইটটি সাসপেন্ড আছে । আমার মনে হয় ফ্রি থিম ব্যবহারের কারণে হ্যাক হইছিলো , আর তাই ইকরা ডটকম কোম্পানি সাসপেন্ড করেছে। আমি আমার সাইটের জন্য হোস্টিং চেঞ্জ করবো এবং আপনাদের থেকে টেকটিউনসের এই থিমটা অথবা আপনারা যে থিম দিবেন সেইটাই ব্যবহার করবো । এতে আপনাদের লাভ হবে যতদিন সাইটটি চলবে ততোদিন ছোয়াব পাবেন নিশ্চত। কারণ সাইটটি হচ্ছে ইসলামিক সাইট । হয়তো আপনার এটার সর্ম্পকে জানেন । এই সাইটটি অগণতান্ত্রিক একটি সাইট । শুধুমাত্র ইসলামিক নিউজ পাবলিশ হয়। এটাকে বৃহত আকারে শুরু করতে যাচ্ছি। এজন্য আপনাদের সাহায্য কামনা করছি। ভরসা রেখে এটার জন্য যে যতটুকু সাহায্য করুকনা কেন আল্লাহ তাকে অনেক সোয়াব দিবেন ।
আমি Anjon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক কিছুই করার সখ, কিন্তু পারিনা । অভিজ্ঞতা নেই, যোগ্যতা নেই, চারিদিকে তাকালে মনে হয় সবই অজানা ।