আমি মাসখানেক আগে একটি নতুন Compac cq45-402 tu মডেলের একটি ল্যাপটপ কিনেছি । ২-৩ দিন আগে আমি লক্ষ করলাম মনিটর এর নীচে দিকে ৫-৬ সেকেন্ড পর পর চিকন একটি লাইনের মত সাদা দাগ উঠে এর স্থায়িত্ব হয় ১-১.৫ সেকেন্ড।
আমি খুব দুশ্চিন্তায় আছি ভবিষ্যতে যদি লাইনটা আরও মোটা হয়ে উপরের দিকে উঠে যায়, কি করব তাও বুঝতে পারছি না
আমি এটা কিনেছি আইডিবি থেকে এক বছরের ওয়ারেন্টি দিয়েছে. আমি থাকি ঢাকার বাইরে এখন কি আইডিবিতে নিয়ে যাব না কি করব এ ব্যাপারে আপনাদের মন্তব্য কামনা করছি
আমি জানি এখানে অনেক অভিঙ্গরা আছেন তাদের কাছ থেকে সাহায্য কামনা করছি
আমি আল-আমীনূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্ক্রীন এর লিকুইড সমস্যা তাড়াতাড়ি আইডিবি নেন অন্য চিন্তা না করে।