আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । প্রিয় টিউনার ভাইয়েরা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালই আছেন । আসলে আমি একটি সমস্যায় পড়েছি । সমস্যাটি হচ্ছে আমি আগে একটি নিমবাজ ব্যাবহার করতাম যেটিতে Facebook, Skype, Google talk, msn messenger আরো অনেক কিছুর সাথেই চ্যাট করা যেত । আসলে আমি এগুলো খুব কম ব্যবহার করতাম তাই এটির ভার্সনটি ভূলে গেছি । তো ভূল বসত লিনাক্স ইন্সটল করার পর আমার হার্ড ড্রাইভ থেকে সমস্ত ডাটা মুছে যায় । তাই আমার Nimbuzz টি ডিলিট হয়ে যায় । পরবর্তীতে আমি Win 7 এর জন্য একটি লেটেষ্ট নিমবাজ Nimbuzz 2.2.0 ডাউনলোড করি । কিন্তু সেটিতে Facebook, Skype … তে চ্যাট করার কোন অপশন নাই । এখন দয়া করে ঐ নিমবাজটি কেউ যদি দিতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম । এখন আমার সেটি খুবই প্রয়োজন ।
আমি নাজমুল হুদা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে চ্যাট করার অপশন আছে। কিন্তু আপনি যদি স্কাইপের কথা বলেন তবে সেটা এখন আর ব্যবহার করতে পারবেন না। কারণ নিমবাজ এখন শুধু নিমবাজ,ফেসবুক,ইয়াহু,গুগলটক এবং লাইভ আইডি ব্যবহারের ব্যাবস্থা রেখেছে। ধন্যবাদ।