আসসালামুয়ালাইকুম! প্রিয় ম্যাক এক্সপার্ট ভাইয়েরা। আমি একটি Acer AO722-C6Ckk Netbook চালাই। আমি এটাতে উইন্ডোজ৭ ও উবুন্টু-পিনগাই ওএস ১০.১০ দুটি অপারেটিং সিস্টেম ইউস করি। এই দুটি ওএস আমি বুটেবল পেনড্রাইভ দিয়ে সেটআপ দিয়েছি।
আমি জানি নন-ম্যাক পিসি তেও ম্যাক সেটআপ দেয়া পসিবল কিন্তু ম্যাক অপারেটিং সিস্টেম আগে কখনো ব্যবহার করিনি তাই আপনাদের পরামর্শ চাইছি।
এই নেটবুক এর জন্য ম্যাক এর snow leopard ১০.৬.১ অপারেটিং সিস্টেম টি উইন্ডোজ ৭ চলাকালিন অবস্থায় একটি বুটেবল ইউএসবি স্টিক দিয়ে কিভাবে সেটআপ দিতে হয় তা আপনাদের কার যদি জানা থাকে তাহলে স্ক্রীনশট সহ একটি টিউন করার জন্য অনুরোধ করছি, আমার মনে হয় এতে করে আমি সহ আর যারা ম্যাক ওএস ভক্ত আছেন তাদের সবার উপকার হবে।
ধন্যবাদ।
আমি রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকনোলজি প্রেমিক।
একজন ও কি নেই আমাকে হেল্প করার মত !?!