গেমার ভাইরা একটু হেল্প করুন।

আমার পিসির কনফিগারেসন নিচে দিলাম।

1. core i3 1st generation 2.93 Ghz

2. 6 gb RAM

3. 320 gb HDD

4 Graphics card ASUS HD5670(1GB)

আমার সব কিছুই আপডেট করা। কিন্তু আমি যখনই NFS RUN or BATTLEFIELD 3 খেলতে যাই অল্প একটু খেলার পর গেম  আটকে যায়। আমি দুইটা গেম ই ৭-৮ বার করে আলাদাভাবে ডাউনলোড করে দেখেছি। বারবার ই একি সমস্যা । প্লিজ কেও আমাকে হেল্প করেন।

Level 0

আমি sajib das। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একেবারে আটকে যায় নাকি আটকে আটকে খেলতে হয়?
যদি আটকে আটকে খেলতে হয় তবে রেজুলেশন কমিয়ে খেলুন।আর যদি এভাবে ঠিক না হয় তবে বাজার থেকে একটা নতুন ডিভিডি কিনে আনুন।৩টা ডিভিডি তে ব্যাটেলফিন্ড এবং রাং ৪টা ডিভিডি তে পাওয়া যায়।

Level 0

একেবারে আটকে যায়… আর আমি এই পর্যন্ত 11gb করে ১০-১২ বার আলাদা ভাবে ডাউনলোড করেছি। বেশিও হতে পারে। কিন্তু প্রতিবার ই একি সমস্যা। একি জায়গায় এসে আতকে যায়।

Soby thik ase.shudhu gpu problem.notun driver reinstall korun.a radeon 5670 dx11 er entry gpu.tai option theke dx11 ta off kore den.

Level 0

ভাই কিভহাবে অফ করব বলবেন প্লিজ?

Jodi notun kore driver reinstall korer por apnar somossa thake tahole ei kaj korben.ar jodi game settings e off korar option na pan tahole off korte hobe config file edit er maddhome.game duitai anek din age shesh korsi.amar gpu dx10gpu chilo.tai egular kuno prob hoynay.config file change korar jonno net e search den.thik peye jaben.no pele bolben

Level 0

আমি চেষ্টা করেও পারিনি…আপ্নি একটু হেল্প করুন।

    Are vai ami core i3 1st gen ar gt240diya ei game shesh korsi bohudin age.res 1920*1080.khali medium stting dite hoyto.taile kuno prob korto na.run o eky.onar driver e bug thakte pare.purono driver hole.tai driver update korte koysi.tobe mukut vai er tument o upokari

আপনি মুকুট ভাইয়ের মন্তব্য অনুসরন করুন।

বেশিরভাগ ক্ষেত্রে ডাউনলোড করা গেম এ সমস্যা থাকে। তাই ডিভিডি কিনার চেস্টা করেন।

আর এই Configuration এ Battlefield খেইলা মজা পাইবেন না। Core i7 + Radeon 5450 তে এইটা অনেক স্লো হয়। হাই graphics কার্ড এর জন্য এই গেম।
ধন্যবাদ।

    @মোঃ নাজমুস সাকিব: আচ্ছা,সাকিব ভাই,আমার HD4350 তে আমি সবকিছু ফুল দিয়ে খেলছি……আটকায়নি…আপ্নারে কি বিশ্বাস করতে বলব,আমি নিজেই তো এখন বিশ্বাস করতে পারছি না……আরে ভাই,একি ঝামেলায় পরলাম…গ্রাফিক্স কার্ড(HD4350) গেসে যেটা দিয়ে এতদিন সব গেম FULL SPECS এ খেলতাম…..কিন্তু এখন ইন্টেলের(DH55HC) বিল্ট ইন গ্রাফিক্স এ আগের মত 20-25 FPS দেখায় তাও আবার SAN ANDREAS এ…অনেকেই শুনি এই বিল্ট ইন দিয়েই সব গেম খেলতেসে(কিছু বাদে)…আগে যখন গ্রাফিক্স কার্ড ভালো ছিল তখন সব গেম এ 60 FPS FIXED পাইতাম… এমনকি L A NOIRE তেও…GTA4 খেলতে গিয়ে সেই যে 10-12 FPS এর ঝামেলায় পরলাম…গ্রাফিক্স কার্ড গরম হওয়া শুরু করল…গেম LAG করা শুরু করল তা এখনও গেলনা… 100C উঠার পর পিসি একা একাই বন্ধ হয়ে গিয়েছিল ২ই বার… ছ্যাক খাইসি একবার 79C এর…গ্রাফিক্স কার্ড খুলে রেখেছি… বিল্ট ইন এ SAN ANDREAS এ ও LAG করে হঠাৎ করে,আর সেই 20-25 FPS টো আছেই……কি করব???কোথায় সমস্যা???কি করলে ঠিক হবে???

Level 0

সবাইকে ধন্যবাদ হেল্প করার জন্য। আমার সব ই থিক ছিল। শুধু প্রবলেম ছিল বায়স এ। ওটা ব্যাকডেটেড ছিল। আপডেট করার পর সব ঠিক হয়ে গেছে।