আমার পিসির কনফিগারেসন নিচে দিলাম।
1. core i3 1st generation 2.93 Ghz
2. 6 gb RAM
3. 320 gb HDD
4 Graphics card ASUS HD5670(1GB)
আমার সব কিছুই আপডেট করা। কিন্তু আমি যখনই NFS RUN or BATTLEFIELD 3 খেলতে যাই অল্প একটু খেলার পর গেম আটকে যায়। আমি দুইটা গেম ই ৭-৮ বার করে আলাদাভাবে ডাউনলোড করে দেখেছি। বারবার ই একি সমস্যা । প্লিজ কেও আমাকে হেল্প করেন।
আমি sajib das। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একেবারে আটকে যায় নাকি আটকে আটকে খেলতে হয়?
যদি আটকে আটকে খেলতে হয় তবে রেজুলেশন কমিয়ে খেলুন।আর যদি এভাবে ঠিক না হয় তবে বাজার থেকে একটা নতুন ডিভিডি কিনে আনুন।৩টা ডিভিডি তে ব্যাটেলফিন্ড এবং রাং ৪টা ডিভিডি তে পাওয়া যায়।