আমি কিছুইদিন আগে একজন ফ্রিল্যান্সার হিসেবে গেট এ ফ্রিল্যান্সার সাইটটিতে কাজ শুরু করি অর্থাৎ বিড করতে থাকি এবং কিছুদিনের মধ্যেই কয়েকটি কাজ পেয়ে যাই। আমি মূলত একজন আর্টিকেল রাইটার হিসেবে কাজ শুরু করি আর আর্টিকেল রাইটিংয়ের উপরই কাজটা পাই। কিন্তু সমস্যার শুরু ওখান থেকেই, যেহেতু আমি একজন বাংলাদেশি আর মাদার লেঙ্গুয়েজ ইংরেজি না তাই ইংরেজিতে আমার পারদর্শিতা তেমন বেশি কিছু না। ইংরেজিতে অগাধ জ্ঞান না থাকার কারনে শুরু থেকেই বায়াররা গ্রামাটিক্যাল বিভিন্ন ভূল ধরতে থাকেন। তাদের মতে আমার আর্টিকেলে গ্রামাটিক্যাল এরর আছে অথবা গ্রামারের ব্যবহার সুন্দর হয়নি। যার কারণে বায়ারদেরকে ঠিকমত কাজ প্রভাইড করতে পারছি না। কাজ শেষে অথবা ঠিকমত কাজ শেষ না করতে পারলে তারা যে আমাকে কিরূপ ফিডব্যাগ দিবে বুঝতেই পারছেন। এখানে বলা প্রয়োজন যে আমি আর্টিকেল লেখার পর তার গ্রামাটিক্যাল কোনরূপ ভুলভ্রান্তি আছে কিনা তা পরিক্ষার জন্য Grammar Check Anywhere 2009 নামে একটি সফর্টওয়্যার ব্যবহার করি। কিন্তু তারপরেও সমস্যা থেকে যাচ্ছে। আমার জানামতে শুধুমাত্র গেট এ ফ্রিল্যান্সার এই সাইটটিতেই আর্টিকেল লেখার উপর বাংলাদেশের অনেক ছেলে-মেয়ে কাজ করছে। অবশ্যই তারা অনেক অভিজ্ঞ যদিও তাদের মাদার লেঙ্গুয়েজও ইংরেজি না। তাই আর্টিকেল লেখায় অভিজ্ঞদের প্রতি আমার অনুরোধ, তারা কিভবে এসব সমস্যা এরিয়ে গ্রামাটিক্যাল এরর ফ্রি, সঠিক ও সুন্দর ভাবে ইংরেজি আর্টিকেল লিখছেন দয়া করে জানাবেন। এজন্য কি কি সফটওয়্যারের প্রয়োজন হয় তাও জানাবেন প্লিজ! মতামতের মাধ্যমে আপনাদের পরামর্শ জানাবেন অথবা আমাকে মেইলও করতে পারেন।
আমার ইমেইল এড্রেসঃ [email protected]
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।