write Protect error সমস্যার সমাধান চাই ।


টেকটিউন্স হ্যাক হওয়ার কারণে আমি সাহায্য/জিজ্ঞাসা টিউন বিভাগে আমার সমস্যা টা উল্লেখ করতে পারি নি ।

খুবই খারাপ লেগেছে , যতবার টেকটিউন্স সামনে এগিয়ে যাচ্ছে ততবার বাধাঁর সম্মুখিন হচ্ছে ,সাম্প্রতিক সময়ে tiger m@te দ্বারা হ্যাকিং এর শিকার হয় টেকটিউন্স , আমার প্রশ্ন হচ্ছে টেকটিউন্স হ্যাকিং হয়েছে কি সদ্যসের মাধ্যমে /না

Dd0se, sql injecton এর মাধ্যমে ?

আর একটা আমার ব্যক্তিগত সমস্যার সমাধান চাই

সমস্যা টি হচ্ছে আমার pc তে কিছু softwore uninstal করতে পারছি না নিচের massage টা বার বার দেখাচ্ছে এবং pc হতে মেমোরী, ইউএসবি , তে কিছু কাট , কপি করতে পারছি না নিচের massage ta

আসছে বার বার ।

 

আমি ধারণা করছি তা আমার কম্পিউটারে ভাইরাস সমস্যা , কারণ আমার pc তে এখন কোন এন্টিভাইরাস নাই । 

formet করলে/ new windows সেটাপ দিলে সমমস্যা সমাধান পাওয়া যাবে , কিন্তু আমি আমার সব ডাটা হারাবো ।

আমার এই ডাটা গুলি ব্যাকআাপ করা নাই, আর এই data সমূহ অত্যান্ত জরুরী ।

system restor করলে ও ডাটা হারাবো ।

আমার মনে হয় পূবে এই বিষয়ে টি টি তে পোষ্ট হয়েছিল , কারো যদি জানা তাকে তাহলে লিন্কটি শেয়ার করবেন

সাহায্যো জিজ্ঞাসা টা লিখতে দেরী পোষ্ট করা হল টি টি সাময়িক অসুবিধার ফলে , টিটি তে না আসলে দিনে আমার যেন কি করা হয়নি মনে হয় ।

কিছু দিন আগে এক ভাই (নাম টা মনে নাই) যান্তিক হওয়া নিয়ে পোষ্ট করেছিল , সেম সেম সমস্যা টা ও আমার আমি কাজ সেরে পুরা টা সময় নেট এ ব্যায় করি ।

টেকনলজি বিষয় টা আমার ভালো লাগে তাই টি টি তে আসি ।

আমি আশা করছি আমার সমস্যা সমাধান না পেলে ও কিছু কমেন্ট পাবো ।

কারণ আগে আমি টিকটিউন্স এ লিখি নাই , আজ বাংলা বছরের প্রথম দিনে অনেক কষ্টে বাংলায় লিখলাম তাও আবার বাংলার সেরা টেকনোলজি বিষয়ক ব্লগ এ ।

সবাই কে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

শুভ নববর্ষ ১৪১৯ বাংলা ।

Level 0

আমি আজিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যে নিজে তার ভাগ্যে কে পরিবর্তন করতে চাইনা । সয়ং আল্লাহ তায়ালা তার ভাগ্যে পরিবর্তন করেন না ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস