আস-সালামু আলাইকুম। আমার ADOBE PREMIERE PRO CS 4 সিরিয়াল কী সহ কম্প্রেসড ফাইল ডাউনলোড লিঙ্ক দরকার । দেঊ কী দিতে পারবেন? দিলে খুব উপকার হত।সারা পাবনা শহর খুজে পেলাম না।আবার ইন্টারনেট ঘাটাঘাটি করেও ভালো জিনিস পাওয়া যায়না। তাই যারা ব্যাবহার করছেন তারা একটু সাহায্য করলে খুব ধন্য হতাম। ভুল হলে ক্ষমার চখে দেখবেন প্লিজ।খুব অসুবিধায় আছি।ধন্যবাদ।
আমি মাসুম রাহমান তোহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
student
প্রথমে Adobe Premiere Pro CS4 ট্রায়াল/ফ্রি ভার্সনটি জোগাড় করুন অথবা ডাউনলোড করুন। এবার এটি ইন্সটল করুন ট্রায়াল(৩০দিন)। এর পর এই লিংক থেকে ক্র্যাক ডাউনলোড করুন – http://www.mediafire.com/?ml1zprbwx0s6eu0 এট উইনজিপ দিয়ে আনজিপ করুন। এরপর আনজিপকৃত ফোল্ডার থেকে disable_activation ক্লিক করুন। C:/Program Files/Adobe/Adobe Premiere Pro CS4/ এ যান। এরপর atmlib.dll ফাইলটি কপি করে রিপ্লেস করুন। ব্যস। এতে আপনার সফটওয়্যারটি ফুল ভার্সন হয়ে যাবে।