মানুষের জীবনে সমস্যার শেষ নেই। জীবনের প্রথম টিউন টি ও শুরু করলাম সমস্যা নিয়েই।
আমি নোকিয়া E75 হ্যান্ডসেট ব্যাবহার করি। অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট থাকে এতে। অনেক সময় অনেক ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশান লক বা লুকিয়ে রাখতে হয় নিজের প্রয়োজনে। কিন্তু যে সকল লকার বা হাইডার সফটওয়্যার পাওয়া যায় তার সবই বিরক্তিকর। সব ফাইল আলাদা আলাদা করে হাইড বা লক করতে হয় অ্যাপ্লিকেশান গুলির ক্ষেত্রেও একই অবস্থা। কিন্তু এমন যদি কোন সফটওয়্যার পাওয়া যেত যা দিয়ে যে সকল ফাইল, ডকুমেন্ট বা অ্যাপ্লিকেশান গুলি লক করতে হবে সেগুলো যে মেনু ফোল্ডারে আছে তা একেবারে লক করে রাখা যেত। যেমনঃ
উপরের ছবিতে আমার সকল ইন্সটলকৃত সফটওয়্যার ও গেমস গুলি application নামক মেনু ফোল্ডারে থাকে। আমি যদি এ ফোল্ডারটি লক করতে পারি তা হলে অন্য কোন ভাবে আলাদা করে কোন গেম বা সফটওয়্যারকে লক করা লাগত না। অথবাঃ
আমি application ফোল্ডারের ভিতরে আলাদা কোন ফোল্ডার বানালাম এবং সব গেমস গুলি এর ভিতরে move করে ফোল্ডারটি লক করে দিলাম। কিন্তু এমন কোন উপায় এখনও আমি পাই নি। যদি কারও জানা থাকে দয়া করে জানাবেন। আশা করি আমি আপনাদের যা বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন.........
আমি Zahidul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আশায় থাক, কভু ভরসা হারিয়ো না.........