দয়াকরে একটু সাহায্য করুন আমার কম্পিউটার সমস্যা।

আশা করি ভাল আছেন। আমি বিশাল এক ঝামেলায় পড়েছি আমি্ একটি সেকেন্ড হেন্ড কম্পিউটার কিনেছি। আমি কিনে বাসায় আনার পর আমি কম্পিউটারটি সেটাপ দিলাম কিন্তু আমার কম্পিউটার টা যখন সেটাপ হওয়ার বা বুট হয়ে প্রথম বার রিস্টাট নেওয়ার কথা সেখানে কম্পিউটার টা সাটডাউন হয়ে হয়ে যায়। এই সমস্যার সমাধান কি আপনারা আমাকে দিবেন।এবং আমি হার্ডওয়ার কোর্স ও করেছি কিন্তু এই কাজটা আমি করতে পাচ্ছি না। এবং না পারায় আমি ইন্ডিয়ান ওসম xp সেটাপ দি এতে এক বিড়াট সমস্যা  ফেজবুক,google images, বাংলাদেশ শিক্ষাবোর্ড  এবং আরো অনেক সাইটে ডুকার আগে একটা anti-porn মেজেজ দিচ্ছে এবং আমি আমার কাজের অনেক সাইটে ডুকতে পারছি না আমার কম্পিউটার থেকে। ওসম xp তে anti-porn সফটওয়ার দেয়া আছে আমি তা কিভাবে আনইনষ্টল করব। একটু জানাবেন কি? আমি সার্চ করেছি কিন্তু পাচ্ছি না এবং কনট্টোল পেনেলে এড এন রিমুভ অপশনে তা নেই। আমাকে দয়া করে এ সমস্য থেকে একটু বাচান প্নিজ ভাই। সবার প্রতি অনুরোধ রইল………………….

Level 0

আমি সুমন বড়ুয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস