টেকটিউনস-এর কাছে শিখেছি অনেক কিছু, আবার অন্যভাবে বললে, যতটা শিখেছি, তার চেয়ে বেশি পেয়েছি অনুপ্রেরণা। আর তাই দিয়ে শুরু করলাম নতুন একটা ব্লগ সাইট বানানো। পেশায় আমি একজন ভেটেরিনারিয়ান। যা কিনা কম্পিউটার প্রযুক্তির ধারে কাছেও যায় না। তরপরও সাহস নিয়ে আর টিটির অনুপ্রেরণা সাথে নিয়ে কাজ করা শুরু করলাম। কেমন হয়েছে জানি না, তবে আমার কাছে ভালো লাগছে যে কিছু একটা দাঁড় করাতে পেরেছি। প্রিয় পাঠক, একবার লগঅন করে দেখবেন.. সাইটের ঠিকানা http://vetsbd.com/
আমি পোস্ট প্রিয়তে নেয়ার জন্য WP favorite post এই প্লাগইনটি ব্যবহার করছি। কিন্তু এটা দিয়ে কিভাবে একটি পোস্ট মোট কতজন প্রিয়তে নিয়েছেন তা দেখাতে পারছি না। যে টেকটিউনস-এর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে কাজটি করা শুরু করেছিলাম, বিপদে পড়ে সেই টিটির কাছেই আবার সাহায্যের আবেদন জানালাম। আশা করছি কেউ না কেউ আমার দিকে সাহায্যে হাত বাড়িয়ে দেবেন।
পরিশেষে আবারও টিটির অগণিত পাঠকের নিকট অকুণ্ঠচিত্তে কৃতজ্ঞতা পেশ করছি।
আমি তায়ফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোবাসি যুক্তি, প্রযুক্তি দুটোই।
এটা করতে হলে কোড এডিট করে করতে হবে।author.php এডিট করে করতে হবে।একটু ভেজাল।ঘুটাঘুটি করে ঠিক করতে হবে।নির্দিষ্ট সমাধান জানা নেই তাই সাহায্য করতে পারলাম না।