একখানা কালার প্রিন্টার কিনিতে চাই। বাজেট ২৫০০ থেকে ৩০০০ টাকা।
------------------------------------------------
১. সাদা কাল প্রিন্ট যেন একটু দ্রুত হয়।
২. কম খরচে যেন রিফিল করা বা কারটিজ পাওয়া যায়।
৩. গ্লোসি পেপারে যেন একটু ভাল মানের ফটো প্রিন্ট হয়।
যাহারা প্রিন্টার ব্যবহার করেছেন অর্থাৎ এ লাইনের বুজূর্গ ব্যাক্তি, দয়া করে আপনাদের অভিজ্ঞতার আলোকে একটু পরামর্শ দিবেন........?!
পিলিজ ........... !!!
আমি maxit। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ৪-৪.৪ হাজার টাকায় খুব ভাল ইংকজেট প্রিন্টার পাবেন সিআইএসএস সহ, কালির খরচ খুবই কম, গ্লসি পেপরাে বেশ ভাল প্রিন্ট হয়। এপসন টি১৩ দেখতে পারেন।