ওয়ার্ডপ্রেস প্লাগিন্স সংক্রান্ত সাহায্য চাই

আমার একটা ওয়ার্ডপ্রেস সাইট আছে। সাইটটা নতুন। জানতে চাই যে, সাইটে নতুন কোনো পোষ্ট পাবলিশ করলে সাইট অটো রিফ্রেশ হওয়ার জন্য কি কোনো প্লাগিন্স আছে?? অথবা কোনো কোড দিয়ে কি কাজটা করা যাবে?? কেউ সাহায্য করলে খুবই উপকৃত হতাম।

আসলে আমি ওয়ার্ডপ্রেসে নতুন। তেমন ভালো ধারনা নেই। আপনারা চাইলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন Technology Review । সাইটটির উন্নয়নে আপনাদের মুল্যবান মতামত আশা করছি। সবাইকে অগ্রিম ধন্যবাদ।

Level 0

আমি মেঘবালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আলসেমি আমার সর্বক্ষনের সঙ্গী। ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে। মানুষের চেয়ে প্রকৃতিই আমার বেশী পছন্দ। স্বপ্ন দেখি সুন্দর একটি বাংলাদেশের।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাধারণ ভাবে ওয়ার্ডপ্রেস সাইটে এই সুবিধা দেয়াই থাকে, তবে আপনি যদি চান, নিজের ইচ্ছামত রিফ্রেশ টাইম সেট করবেন, এই প্লাগিনটি দেখতে পারেন : http://wordpress.org/extend/plugins/wp-auto-refresh/

    @পাগলা স্ক্যানার: ধন্যবাদ ভাই আপনাকে। ডিফল্টভাবে যদি দেয়া থাকে তাহলে এটা কিভাবে এক্টিভ কর যায়?? আর উক্ত প্লাগিন্স এ কি নতুন পোষ্ট পাবলিশের সময় রিফ্রেশ সেট করার অপশন আছে নাকি রিফ্রেশটা সব সময়ের জন্য?? জানলে উপকৃত হব।

এটা এক্টিভ করাই থাকে!! আর ঐ প্লাগিন দিয়ে আপনি টাইম সেট করে দিতে পারবেন, যেমন আপনি যদি ৫ মিনিট সেট করেন, তাহলে আপনার সাইট প্রতি ৫ মিনিটে অটো রিফ্রেশ হবে, এবার আপনি পোস্ট করেন আর নাইবা করেন!!!

vai amr site e eta default active kora nai. mane notun post publish korle home page autorefresh hoy na. eta ki kono problem er jonno hocche?? bujhte parchi na.