ডাউনলোডকৃত মুভির পার্ট গুলো জোড়া লাগাতে সমস্যা? সাহায্য চাই!!

ডাউনলোডকৃত মুভির পার্ট জোড়া লাগাতে সমস্যা??????????????????????
সাহায্য চাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

সমস্যা হলো মুভির চারটি পার্ট ডাউনলোড করার পর hj split ব্যাবহার করে জোড়া দিতে গিয়ে দেখি প্রথম পার্ট টির ফাইল টাইপ পরিবর্তিত হয়ে part.001 হয়ে allshow media file হয়ে গেছে। যে কারণে hj split প্রথম ফাইলটি শো করছে না। উল্লেখ্য আমি সেভেন ব্যাবহার করি এবং allshow media plyer সেটআপ করা আছে। পরবর্তীতে আমি উক্ত ফাইলটি রিনেইম করে নামের শেষে part.001 লিখেছিলাম কিন্তু তাতেও কোন লাভ হয়নি ফাইল টাইপ অপরিবর্তিত রয়েছে। দয়া করে কেউ সাহায্য করুন।

.................... পরে অবশ্য একটা সমাধান পেয়েছি.......... তা হলো যে ফাইলটির এক্সটেনশন পরিবর্তন হয়ে গেছে সেটি কে উইন্ডজ এক্সপি তে নিয়ে রিনেইম করে ফাইলটির নামের শেষে part.001 লিখলে ফাইলটির টাইপ পরিবর্তিত হয়ে .০০১ হয়েছে । কিন্তু সেভেনে একই কাজ করলেও কাজ হচ্ছে না ............ কেউ কি বলতে পারবেন সেভেনে হচ্ছেনা কেন?????

Level 0

আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 486 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস