আমি সাধারনত পিসিতে মাইক্রোসফট অফিস২০০৭ ইউজ করি।
কিছুদিন আগে আমি ২০০৭ আনইন্সটল করে ২০১০ ইন্সটল করি।
যেমনঃআমি যখন অফিস ওয়ার্ড ওপেন করতে চাই তখন নিচের ছবির মত এটি আবার নতুন করে ইন্সটল হওয়া শুরু করে।যার ফলে আমার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হতেই প্রায় ২মিনিট সময় চলে যায়। 😳
শুধু এটিই সমস্যা না । সমস্যা আরও আছে।
আমার এ ইন্সটল/আনিন্সটল এর কারনে আমার পিসির অনেক প্রোগ্রাম (যেমনঃবাংলা ডিকশনারি,ডিস্ক ক্লিনাপ ইত্যাদি) ওপেন করতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এ মুহূর্তে কি করনীয়?
আমি সমস্যা সমাধান করতে চেষ্টা করে বেশ কয়েকবার এটিকে ইন্সটল/আনিন্সটল করেছি,রিস্টার্ট করেছি।
প্রত্যেক বারই যখন install করে msword/presentation/onenote/excel ওপেন করতে চাচ্ছি তখন ই এই সমস্যা হচ্ছে....
যেই লাউ সেই কদু..........অবশেষে নিরুপায় হয়ে ওপেন অফিস ব্যবহার করছি........
আমি কে.এম.শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
general student
ভাই তাড়াতাড়ি হেল্পান।
আমি যখন বাংলা ডিকশনারি ওপেন করতে গেলে ও মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস ২০১০ ইন্সটল হওয়া শুরু হয়।
ইন্সটল করা শেষ হলে তবেই বাংলা ডিকশনারি ওপেন হয়….:oops: