মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস ২০১০ এর সমস্যা সমাধান

আমি সাধারনত পিসিতে মাইক্রোসফট অফিস২০০৭ ইউজ করি।

কিছুদিন আগে আমি ২০০৭ আনইন্সটল করে ২০১০ ইন্সটল করি।

এতে আমার প্রচুর সমস্যা হচ্ছে।

যেমনঃআমি যখন অফিস ওয়ার্ড ওপেন করতে চাই তখন নিচের ছবির মত এটি আবার নতুন করে ইন্সটল হওয়া শুরু করে।যার ফলে আমার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হতেই প্রায় ২মিনিট সময় চলে যায়। 😳

শুধু এটিই সমস্যা না । সমস্যা আরও আছে।

আমার এ ইন্সটল/আনিন্সটল এর কারনে আমার পিসির অনেক প্রোগ্রাম (যেমনঃবাংলা ডিকশনারি,ডিস্ক ক্লিনাপ ইত্যাদি) ওপেন করতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এ মুহূর্তে কি করনীয়?

আমি সমস্যা সমাধান করতে চেষ্টা করে বেশ কয়েকবার এটিকে ইন্সটল/আনিন্সটল করেছি,রিস্টার্ট করেছি।

প্রত্যেক বারই যখন  install করে msword/presentation/onenote/excel ওপেন করতে চাচ্ছি তখন ই এই সমস্যা হচ্ছে....

যেই লাউ সেই কদু..........অবশেষে নিরুপায় হয়ে ওপেন অফিস ব্যবহার করছি........

Level 0

আমি কে.এম.শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

general student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই তাড়াতাড়ি হেল্পান।
আমি যখন বাংলা ডিকশনারি ওপেন করতে গেলে ও মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস ২০১০ ইন্সটল হওয়া শুরু হয়।
ইন্সটল করা শেষ হলে তবেই বাংলা ডিকশনারি ওপেন হয়….:oops:

Level 0

setup file theke problem hoche, amar same problem 2007 e hoyechilo, iso theke install korchilam bole, othoba onno kono problem er jonne. apni setup file ta kotha theke run korachen???

Level 0

সমাধান ১: যখন ইন্সটল হওয়া শুরু করে তখন সাথে সাথে cancel ক্লিক করুন। একটু অপেক্ষা করুন। দেখবেন আপনার প্রোগ্রামটি খুলে গেছে।

সমাধান ২: যদি উপরের নিয়মে কাজ না হয় তাহলে প্রথমে অনইন্সটল করুন কন্ট্রোল প্যানেল থেকে। এরপর সি ড্রাইভের রুটে রাখা program files ফোল্পার থেকে ভাল করে পুরো MS OFFICE ফোল্পারটি ডিলিট করুন। তারপর কম্পিউটার রিষ্ট্রাট করুন। পুনরায় সি ড্রাইভে ঢুকে দেখুন। MS Office নামে অন্য কোন পূর্বের ফোল্ডার আছে কিনা। যদি না থাকে তবেই নতুন করে Office 2010 ইনস্টল করুন। তবে একই সাথে Office 2007 এবং office 2010 চালানোর চেষ্টা করবেন না।