একটি কম্পিউটার shop খুলতে চাই। ভাল একটি নাম নির্বাচন করতে চাই। ভাল কিছু নাম সম্পর্কে কমেন্ট করুন।

আসসালামু আলাইকুম।

আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি।

প্রকতৃপক্ষে আমি একজন Web Research Professional ফ্রিল্যান্সার। আমার মূল লক্ষ-আমার উপজেলার মানুষকে কম্পিউটার প্রশিক্ষন এবং সকল প্রকার তথ্য ও প্রযুক্তির আওতায় নিয়ে আসা। এই মহান দায়িত্ব পরিচালনার জন্য আমি একটি কম্পিউটারের দোকান চালু করতে চাচ্ছি। তাই খুব ভাল এবং ইউনিক একটি নাম নির্বাচন করতে চাই।

আমার দোকানে কি ধরনের সেবা দিব। তা নিম্নে তুলে ধরা হল:

১। সকল প্রকার কম্পিউটার কম্পোজ।(অফিসিয়াল এবং নন-অফিসিয়াল সকল প্রকার কাজ)

২। কম্পিউটার প্রশিক্ষন।(কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স, এইচটিএমল, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি) (কারিগরি সার্টিফিকেট প্রযোজ্য)

৩। রিসার্স সেন্টার। (যে কোন বিষয়ে ইন্টারনেট ভিত্তিক তথ্য অনুসন্ধান ইত্যাদি)

৪। ইন্টারনেট সংক্রান্ত সকল প্রকার কার্যাবলী।(অনলাইন ভর্তি, ব্যাংক, ইমেইল, পত্রিকা ইত্যাদি)

৫। অডিও, ভিডিও এবং সকল প্রকার মাল্টিমিডিয়া এডিটিং সেন্টার।

অতএব, বুঝতে পারছেন আমি একটি ডিজিটাল তথ্য ও সেবা কেন্দ্র নির্মান করতে যাচ্ছি। সেজন্য আমি মনে করি কোন একটি প্রতিষ্ঠান নির্মানে নাম নির্বাচন করা একটি গুরুত্বপূর্ন বিষয় এবং নামের থার্থ মূল্যায়ন রয়েছে। তাই কিছু ভাল এবং ইউনিক, প্রফেশনাল দোকানের নাম কমেন্টের মাধ্যমে লিখুন।

আশাকরি অবশ্যই আপনারা আপনার সুন্দর মন্তব্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন।

নাম ছাড়াও আমার এই প্রতিষ্ঠানটির উন্নয়ন সম্পর্কিত যে কোন তথ্য আপনারা এখানে লিখতে পারেন।

ধন্যবাদ।

Level 0

আমি staive। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল উদ্যোগ… এগিয়ে যান..

Level 0

সাদিক ভাই ধন্যবাদ। কিন্তু দোকানের নাম কি রাখতে পারি সেটা বলুন। একটি সু্ন্দর নাম লিখুন।

Level 0

TECH VALLEY.COMPUTERS..i think it’s works bro try it..:D

Level 0

ভাল নাম। আরো কিছু চাই–

আপনি চাইলে টেকস্পেট (techspate.com) আইটি দিয়ে শাখা হিসেবে খুলতে পারেন।সামনে আমরা পুরো বাংলাদেশে এই ধরনের ট্রেনিং সেন্টার খোলার পরিকল্পনা হাতে নিয়েছি।এই ধরনের প্রতিষ্ঠানের সকল নিয়ন্ত্রন যিনি উদ্যোগতা তার কাছে থাকবে শুধু টেকস্পেটের পক্ষ থেকে কারীগরি (হোস্টিং-ডোমেইন সংক্রান্ত সুবিধা,সেমিনার-কর্মশালা আয়োজন,১-২ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষন,আমাদের সাইটের সাবডোমেইন এ ttc.techspate.com এ শাখার নাম,পরিচালক,প্রশিক্ষনের সময়,প্রশিক্ষনের বিজ্ঞপ্তি দেয়া হবে) সুবিধা দেয়া হবে।মোটামুটি কর্পোরেট টাইপের।বিন্দু থেকে শুরু করার চিন্তা করছি হয়তো ভবিষ্যতে সকলের শক্তিতে অনেক বড় কিছু হবে।

    Level 0

    ভাই আমি শুধুমাত্র সুন্দর একটি নাম চাচ্ছি। আপনার মতে যদি কোন ভাল নাম থাকে তাহলে শুধুমাত্র খালিঘরটুকু পূরণ করুন।

    —–—–Training & Research Center

ভাই বোন কম্পিউটার

    Level 0

    ভাল। তবে একটু পুরনো নাম এটি। তাই নতুন কিছু বলনু। আমার দোকানের নামের পরের অংশটুকু লিথে দিলাম। কিন্তু নিচের খালিঘরটুকু পূরণ করুন।

    —–?—–Training & Research Center

আমার মতে এইটা হতে পারে = 1.Computer Genius
2. কম্পিউটার গুরু
কেমন হইল পছন্দ হইল [[chamhasi]] [[chamhasi]] [[chamhasi]]

Level 0

ধন্যবাদ তানভীর ভাই। কিন্তু computer Genius নামটি একটু কেমন যেন Unprofessional মনে হয়। তাই নিচের খালিঘরটুকু পূরণ করুন এবং সুন্দর একটি যথার্থ ওয়ার্ড দিয়ে শুধুমাত্র খালিঘরটুকু পূরণ করুন।

—–—–Training & Research Center

First Point

First Point .

Arsil

CreativityWin

FreeCom

HelpNet

TECHHUNTER