আমি মাইক্রোসফট এক্সেস ও ভিজুয়্যাল বেসিক শিখতেছি | তো এতদিন ভালভাবেই শিখছিলাম এ পর্যায়ে এসে আমি একটি সমস্যার সম্মুখিন হয়েছি | এবং কোন ভাবেই তার সমাধান করতে পারলাম না | সমস্যাটি হচ্ছে -আমি মাইক্রোসফট এক্সেসে বাংলায় একটি টেবিল তৈরী করে ভিজুয়্যাল বেসিক ৬.০ থেকে বাংলায ডাটা এন্ট্রি করতে চাই কিভাবে আমি তা করতে পাড়ি জানালে খুবই উপকৃত হাতাম | আমি উইন এক্সপি, Bojoy 2003, office xp, Vb 6.0 ব্যবহার করি |
আমি নাজমুল হুদা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি অভ্র ব্যবহার করছেন না কেন?? এবং আপনার অফিস টা আপডেট করে নেন অফিস ২০০৭ টা ব্যবহার করে দেখতে পারেন। আর হে এটা শুধুমাত্র আমার মতামত।