টিউনার ভায়েরা মহা সমস্যায় আছি। আমার সাইটটি পিশিং হইছে (http://islamicnews24.net/)। ওয়েবসাইটেতো ঢুকতে পারছিনা এমনি কি সিপ্যানেলেও ঢুকতে পারছি না। শুধু এই মেসেজ দিচ্ছে- টিউনার ভায়েদেরে কাছে অনুরোধ, যেভাবে হোক এটার সমাধান দিয়েন এবং কিভাবে পিশিং মুক্ত থাকা জায় সেটাও জানায়েন। অনকে কৃতজ্ঞ থাকবো।
আমি Anjon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক কিছুই করার সখ, কিন্তু পারিনা । অভিজ্ঞতা নেই, যোগ্যতা নেই, চারিদিকে তাকালে মনে হয় সবই অজানা ।
আমার এখানে তো দেখা যাচ্ছে 🙂 আপনি open DNS ডিজএবল করে নেন। অনেক সময় এটার কারণে বহু সাইটে প্রবেশ করা যায় না।