আমার ভাই সৌদি থেকে একতা samsung galaxy s আনছে আমার জন্য এটা android os চলে আমি android এর আগে কখন ব্যবহার করি নাই খালি জানি এই মোবাইল android market আছে এখান থেকে দরকারি অ্যাপ্লিকেশান ডাউনলোড করা জাই কিন্তু আমার মোবাইল কোন android market এর অপশন নাই আমি অপেরা থেকে android market এ ঢুঁকে ডাউনলোড কতে বলে আপনার you do not have permition আমি পিসি থেকে android market ২ এবং আন্ন ভার্সন ডাউনলোড করে মোবাইল এ ইন্সটল করেছি চলে কিন্তু ২সেকেন্দ মধ্যে হাং করে আমি এ ব্যাপারে গুগলে সার্চ দিয়া পাই samsung galaxy সিরিজ এর মোবাইল যেসব সৌদি থেকে আনা সে সব সেট লক করা থাকে আকন আপনারা বলুন আমি কি করতে পারি android market ব্যবহার করার জন্য কারন আমি দেখলাম android market ছাড়া android set অচল।
আমি রাতের বন্ধু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জি রাতের বন্ধু , আপনি বলছেন সেট টি সৌদি থেকে কেনা , আবার বলছেন সেট এ android মার্কেট নাই ! সেট এ default ভাবে এটা দেউয়া থাকে , আর যদি না দেউয়া থাকে তাহলে google play(পূর্বের নাম android market) নামিয়ে নিন .