মোবাইল গুরু এবং android গুরুদের কাছে প্রশ্নঃ সাহায্য চাই?

আমার ভাই সৌদি থেকে একতা samsung galaxy s আনছে আমার জন্য এটা android os চলে আমি android এর আগে কখন ব্যবহার করি নাই খালি জানি এই মোবাইল android market আছে এখান থেকে দরকারি অ্যাপ্লিকেশান ডাউনলোড করা জাই কিন্তু আমার মোবাইল কোন android market এর অপশন নাই আমি অপেরা থেকে android market এ ঢুঁকে ডাউনলোড কতে বলে আপনার you do not have permition আমি পিসি থেকে android market ২ এবং আন্ন ভার্সন ডাউনলোড করে মোবাইল এ ইন্সটল করেছি চলে কিন্তু ২সেকেন্দ মধ্যে হাং করে আমি এ ব্যাপারে গুগলে সার্চ দিয়া পাই samsung galaxy সিরিজ এর মোবাইল যেসব সৌদি থেকে আনা সে সব সেট লক করা থাকে আকন আপনারা বলুন আমি কি করতে পারি android market ব্যবহার করার জন্য কারন আমি দেখলাম android market ছাড়া android set অচল।

 

Level 0

আমি রাতের বন্ধু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জি রাতের বন্ধু , আপনি বলছেন সেট টি সৌদি থেকে কেনা , আবার বলছেন সেট এ android মার্কেট নাই ! সেট এ default ভাবে এটা দেউয়া থাকে , আর যদি না দেউয়া থাকে তাহলে google play(পূর্বের নাম android market) নামিয়ে নিন .

Level 0

আপনি Mobile এর settings->Applications->Unknown Sources (Allow installation of non-Market applications) এই Option টি enable করে দেখুন। আশা করি এখন Opera use করেও Application install করতে পারবেন।

@GM অর্ণব ভাই আপনি আমার কথা বুজতে পারেন নাই আমি বলেছি সৌদি থেকে যে সব সেট আসে সে সব বেসিরভাগ লক করা থাকে android market দেওয়া থাকে না এর default হিসেবে samsung apps gallery দেওয়া থাকে যে সব কোন কাজে আসে না মানে দরকারি কোন আপ্পস থাকে না।

@Abhejit এ ভাবে অনেক আগেই করেছি কোন কাজ হই নাই, আমি একটি বিদেসি ব্লগে আমার সমস্যা লিখেছি তারা বলেছে এটা লক করা samsung সারভিস সেন্টের এ গেলে তারা এই লক খুলে দিবে কিন্তু আমাদের দেসে মনে হই তাদের সারভিস সেন্টের নাই।

@রাতের বন্ধু: তারা একটা কোম্পানিকে সার্ভিসিং এর কন্ট্রাক্ট দিয়ে রেখেছে এবং এর শাখা সারা দেশেই আছে। যদি খুজে বের করতে না পারেন তাহলে এশিয়ান ফার্মওয়্যার ইন্সটল করে ফেলুন। তাহলে আপনার সেট আর সৌদীর থাকবেনা। samfarmware.com এ গেলে ফার্মওয়্যার এবং প্রয়োজনীয় টুলস পাবেন যেটা দিয়ে আপনি তা ইন্সটল করবেন। ইউটিউবে খুজলে আপনি এর জন্য ভিডিও টিউটোরিয়াল পাবেন। সার্ভিস সেন্টারে গেলে তারা একই কাজ করে দিবে। তবে এটা হচ্ছে নতুন ফার্মওয়্যার ফ্লাস করা। তাই কোন ভুল হলে মোবাইল ব্রিক হওয়ার সম্ভাবনা আছে। অভিজ্ঞ কাউকে দিয়ে কাজটা করাবেন। আর নিজ দ্বায়ীত্বে করবেন।

apni apnar set er rom web a search dia download korun abong instalk din.tahole market (google play) fire pate paren.android market carao onek market ace jemon mobile 1,getjar.com,mobile24 aro onek okhan theke oder market app download dia nin.r rom install ar jonno amar sathe jogajog korte paren.01677296250.software offlineo install kora jai seti ak vai agei likhecen.setao try kore dakhan mone hoi kaje debe.

Apnar problem ki solve hoise??

না ভাই।

Level 0

Thole apni ai modded google play store ti try korun, ai link theke download korun>>

http://gallery.mobile9.com/f/2540914/

Level 0

then install korun, dekhon chole kina.

or, ai soft ta download korun, ata play store theke aro valo ta na, tobe paid apps free download korte parben ata die~~

http://gallery.mobile9.com/f/2723562/

ভাই আমি আমার মোবাইল এর OS পরিবর্তন করতে চাই কি ভাবে করব আপনার কি জানা আছে???

Level 0

try others website for downloading as like umnet.com cell11.com etc

http://www.mediafire.com/?mciz3m02i8jbh22
এই লিঙ্ক থেকে গুগল প্লে অ্যাপসটি ডাউনলোড করে নিন। এরপর এটি SD card এ কপি করে ফোনে ইন্সটল করে নিন।

একটা কাজ করতে পারেন। গুগল প্লে এড্রেস এ গিয়েও এপ ডাউনলোড করতে পারেন। মোবাইল থেকে যে কোন ব্রাউজার দিয়ে ভিজিট করুন http://play.google.com/store. এবার আপনার মোবাইলে মার্কেট এপ না থাকা স্বত্বেও আপনি প্লে স্টোর থেকে এপ নামাতে পারবেন।

Level 0

আপনার সেটটিকে প্রথমে রুট করতে হবে ফ্ল্যাশটুল দিয়ে তারপর ফ্ল্যাশ করে সেট আপডেট করতে হবে তারপর মার্কেট যদি না আসে http://www.papktop.com থেকে মার্কেট মানে googleplaystore ডাউনলোড করলেই কাজ হয়ে যাবে আশা করছি । সেট রুট করার জন্যে http://www.xdaforum.com এ আপনার সেট এর নাম দিয়ে অথবা how to root samsung galaxy s টাইপ করে গুগল এ সার্চ দিতে পারেন ।
যাই করেন না কেন সেট এর জন্যে ওয়াই-ফাই কানেকশন অবশ্যই লাগবে ।

use 1 mobile market

Level 0

Vai Lanovo idea tab a2207a-h root korbo ke vabe?
kew ke janen?
plz,akto bolen……..

Level 0

আমি আমার SYMPHONY W65 (ANDORID) ফোনে বাংলা সকল বর্ণ খুজে পাচ্ছি না উপায় কি ?