বিসমিল্লাহির রাহমানির রাহীম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহ।
সুপ্রিয় টিউনার বন্ধুগণ,আশা করি সবাই ভালো আছেন। আমার একটা সমস্যার কথা তুলে ধরলাম নিচে- আশা করি একটা উত্তম সমাধান পাব ।
আমার ল্যাপটপের একটা সমস্যা দেখা দিচ্ছে- তা হল মাঝে মাঝে ২/৩ মিনিট পর পর কারসর থেমে যায়, তখন মাওস নারা চারা করলেও কারসর কাজ করে না, এভাবে ২/৩ সেকেন্ড পর আবার কারসর মাওসের সাথে কাজ করে। ২/৩ মিনিট পর পর এই সমস্যাটা দেখা দিচ্ছে । প্রথম দিকে এই সমস্যা ছিল না, আমার ল্যাপটপের বয়স ৩ মাস, একদম নতুন কিনেছিলাম, কিনার পর মাস খানেক পরে এই সমস্যাটা দেখা দেয়, তখন কিছুটা কম ছিল, এক/দের মাস যাবত খুব সমস্যা হচ্ছে। এই অবস্থায় আমি কি করতে পারি ?? প্লিজ কেও একটা সমাধান জানাবেন ?? অনেক কৃতজ্ঞ থাকব ।
Laptop Specification:-
(ASUS Model- A52F, Intel(R) Core(TM) i3 CPU M370 @ 2.40GHz, 2GB Ram, 32 Bit Operating System, Win7 Professional installed )
আমি আশার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ল্যাপটপ বয়স ১ মাস .আমার হটাত কারসার hang করে modem ও কাজ বন্দ করে দেয়..
কিন্তু এটা আমার নিয়মিত হয় না….restart দিলে সব ঠিক হইয়া যায়