হেল্প হেল্প ! বিশাল বিপদে আছি ফেসবুক নিয়ে, কেও বাচান !

গত কিছু দিন ধরে ফেসবুক এ অনেক প্রবলেম করতেছে। আমি শুধু ১টা কারনে আমার অ্যাকাউন্ট টা ৩বার ডিএক্টিভ করেছিলাম তার পর থেকে এই সমস্যা। সমস্যা গুলি নিচে দিলাম

আমার ফ্রেন্ড অটো রিমুভ হচ্ছে, আবার অ্যাড ও হচ্ছে। এবং ফ্রেন্ড রা আমার অ্যালবাম / পিক / স্ট্যাটাস এ লাইক, কমেন্ট কিছুই করতে পারে না। বলে আমি নাকি পারমিসন দেই না/ এটা নাকি রিমুভ .........কিন্তু আমার সব পাবলিক করা.

আগে কারো সাথে চ্যাট ও করতে পারতাম না । এখন এই প্রবলেম তা ঠিক হয়েছে ।

আমি যা যা করেছি সমাধান করার জন্যঃ

১। ফেসবুক এর ইউজার নেম এর লিঙ্ক তা পরিবরত্ন করছি।

২।অনেক গুলো ব্রাউজার ইউজ করে দেখেছি।

৩।কিছু এড অন্স ইউজ করতাম তাও বন্ধ করে দিয়েছি।

৪।ফেসবুক এ রিপোর্ট করছি ।

Level 0

আমি tuner1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস