শিক্ষা ও কর্মক্ষেত্রের কেন এই দুরবস্থা?

ভাই আমি একজন নতুন টিউনার,তাই আমার টিউনে কেউ কুটুক্তি করবেন না প্লিস !!! আমার আগের টিউনে আপনারা অনেক কুটুক্তি করেছেন তাই ভেবেছিলাম আর কখনো টিউন করবনা তারপর ও টিউন না করে থাকতে পারি না . আসলে নতুন তো তাই টিউন করতে ভালো লাগে .

ভাই আমি আজ একটা অন্যরকম টিউন করবো ,অপরাধ হলে হবে .

আপনারা অনেক পুরাতন টিউনার এবং জ্ঞানী তাই আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন ???  দয়াকরে সবগুলো প্রশ্নের জবাব দিবেন!!!

সুধু আপনাদের কাছে নয় আমি এই সমাজের কাছে জবাব চাই ????????????????????

বাংলাদেশে ১৪ কোটি জনগণ ,তাদের মধ্যে আমি ১০০০ জন কে নিয়ে আলোচনা করবো:...........................................

                                                      মাত্র  " ১০০০ জন" কে নিয়ে প্রশ্ন ???

১. ফাইভ পাশ করে এক হাজার জন  BUT  হাই স্কুল সীমিত থাকাই ভর্তি হতে পারে নয় শত  জন, কেন?

২.এস.এস.সি  পাশ করে আট শত  জন  BUT  কলেজ  সীমিত থাকাই ভর্তি হতে পারে সাত শত  জন, কেন?

৩.এইচ .এস.সি  পাশ করে ছয় শত  জন  BUT   ভার্সিটি  সীমিত থাকাই ভর্তি হতে পারে চারশত  জন, কেন?

৪.অনার্ছ /বি .এ/বি.বি.এ /এম.বি.এ /মাস্টার্স পাশ করে দুই শত  জন  BUT  কর্মক্ষেত্রের দুরবস্থার কারণে চাকুরী পায় পঞ্চাশ জন (এক লাখ থেকে বিশ লাখ  টাকা ঘুস দিয়ে ), কেন?

৫.ডিপ্লোমা /বি.এস.সি পাশ করে এক শত জন  জন  BUT    কর্মক্ষেত্রের দুরবস্থার কারণে চাকুরী পায় পঞ্চাশ জন *ডিপ্লোমা রা করে হেলপার এর চাকুরী এবং *বি.এস.সি রা করে কিউসি এর চাকুরী , কেন?

শিক্ষা ও কর্মক্ষেত্রের কেন এই দুরবস্থা?,কেন ?কেন ?কেন ?কেন ?কেন ?কেন ?কেন ?কেন ?কেন ?কেন ?কেন ?কেন ?কেন ?কেন ?কেন ?কেন ?কেন ?কেন ?

আমার জবাব চাই ??????????????????????????

"শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো " এই স্লোগান কী বেকার বৃদ্ধি করার???

আমরা টেকটিউনস এর টিউনার রা কী কিছুই করতে পারবো না ???

আপনাদের কী একটুও খারাপ লাগেনা !!!,আপনি বুকে হাত রেখে বলতে পারবেন এই এক হাজার জনগনের মধ্যে আপনি নাই ???

আমার খুব দুঃখ: হয় কারণ এই এক হাজার জনগনের মধ্যে আমিও এক জন !!!

Level 0

আমি সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Techtunes এ নতুন so আমাকে আপনারা সাহায্য করবেন Pleasa!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

You are ForgetCommand ?????????????????????

You are Forget Command ?????????????????????

Level 0

মনে কষ্ট পাবেন তাই কিছু বল্লাম না।

মনে কষ্ট পাবো না ,আপনাদের যা মন চায় মন্তব্য করেন

ভাই, চাকুরীক্ষেত্রটা বাদ রাখলাম।
কিন্তু

সুধু, অনার্ছ, ঘুস, দুরবস্থা, জনগনের, You are Forget Command ?

শিক্ষার একি হাল? 😯 😯

If jodi is hoi, but kinto what ki ?

ভাই এই একহাজার এর মধ্যে আমিও একজন। ভালো রেজাল্ট করেও আমি চাকরি পাইনা কিন্তু যাদের মামা/চাচা আছে তারা খারাপ রেজাল্ট করেও (+কাজ কম জেনেও) কোনরকম Interview/Exam ছাড়াই চাকরি করতেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই বাস্তবতা। আমার নিজের দৃষ্টিকোণ থেকে মনে হয় এই দেশে উদ্যোগী না হয়ে উপায় নেই। কিন্তু উদ্যোগী হতে হলে যে পুঁজি দরকার তা নেই! আমার স্বপ্নের বিএসসি ইনঞ্জিনিয়ারিং তাই পড়া হচ্ছেনা।

ব্যক্তিগত প্রশ্নঃ ভাই আপনি কি পাশ? আমি এই বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার) পাশ করলাম।

    Level 0

    @আবু সায়েম: ভাইরে কি বলি। আমিও তো কম্পিউটারের ২য় সেমিস্টারের ছাত্র। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার) হতে মনে হয় পারব না। হতে হবে
    ডিপ্লোমা ইন সুপারভাইজার (কম্পিউটার)

ভাই আমি এবার টেক্সটাইল এ ডিপ্লোমা করে বের হয়েসি.

Level 0

কাজ জানলে ভাতের অভাব হয় না!!!!! মুখস্ত করে অনেকেই জিন্জিনিয়ার হয় but কাজ জেনে ইন্জিনিয়ার হয় কয় জন?????