কিভাবে পেনড্রাইভে পাসওয়ারড দেওয়া যায়?

আমি অনেক দিন ধরে আমার পেনড্রাইভে পাসওয়ারড , দিতে চাইছি, গুগল search দিয়ে অনেক সফট ওয়ার ব্যবহার করেছি.কিনতু  পেনড্রাইভে পাসওয়ারড দিতেপারছিনা.ভাইয়েরা একটু দয়া করে জানাবেন কি কিভাবে পেনড্রাইভে পাসওয়ারড দেওয়া যায়? পেনড্রাইভের মত মেমোরি card এ কি পাসওয়ারড দেওয়া যায়? দেওয়া গেলে তা কিভাবে? আপনাদের সাহায্যের অপেক্ষা করছি.আশা করি answer পাব.

Level 0

আমি Jabed kaisar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://www.rohos.com/products/rohos-mini-drive/ এটা ব্যবহার করেন।১০০% কাজ হবে ইনশাল্লাহ।

ডাউনলোড হয়ে গেলে rohos_mini.exe ফাইলটি সেটাপ করুন। ডেস্কটপে Rohos Mini Drive নামে একটা শর্টকাট তৈরী হবে। শর্টকাটটি ডাবল ক্লিক করে Rohos Mini Drive চালু করুন। Setup USB Key তে ক্লিক করুন। কম্পিউটারে পেন ড্রাইভ লাগানো থাকলে তা সয়ংক্রিয়ভাবে ডিটেক্ট করবে। আর লাগানো না থাকলে লাগাতে বলবে এবং লাগানোর সাথে সাথেই ডিটেক্ট করবে। আপনার পেন ড্রাইভে এনক্রিপ্টেড পার্টিশনের সাইজ কত হবে এবং ড্রাইভ লেটার কি হবে তা দেখাবে। আপনি চাইলে [Change…] এ ক্লিক করে তা পরিবর্তন ও করতে পারবেন। এবার আপানার পেন ড্রাইভের জন্য একটা পাসওয়ার্ড দিন। Create disk এ ক্লিক করুন পার্টিশন তৈরী হয়ে যাবে। পেন ড্রাইভে _rohos নামে একটি ফোল্ডার এবং Rohos mini নামে একটা প্রোগ্রাম তৈরী হবে। আপনি যে কোন কম্পিউটারে যখন পেন ড্রাইভটি লাগাবেন Rohos mini প্রোগ্রামটি চালু করে পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্টেড ড্রাইভটি এক্সেস করতে পারবেন। ড্রাইভটি সাধারনত R: হিসেবে থাকে। আপনি যদি এই এনক্রিপ্টেড ড্রাইভটির একটা ব্যাকআপ রাখতে চান তাহলে _rohos ফোল্ডারের অধীনে rdisk.rdi নামে একটা ফাইল আছে এটার একটা কপি কোথাও রেখে দিতে পারেন।

Level 0

vaiya, sob file e ki ekta ekta kore add krte hobe? ek folder er sob content eksathe add kora jabe na?