সবাইকে শুভেচ্ছা।
আমি কয়েকটা বিষয় বুঝতে পারছি না। কেউ কি একটু হেল্প করবেন !
১. টেকটিউনসে কোনও পোস্ট লিখে ড্রাফট করে রাখলে পরে সেটি ডিলিট করা যাচ্ছে না। এটা কিভাবে করতে হয়?
২. একটি পোস্ট লিখে সেটা পাবলিশ করলে কতক্ষণ পর তা প্রকাশিত হয়?
৩. আমার পোস্টে কেউ কমেন্ট করল সেটি কিভাবে জানতে পারব?
৪. আমি অন্য কারও পোস্টে কমেন্ট করলে সেই কমেন্টের জবাব আমি কিভাবে জানতে পারব?
৫. আমার নিজের প্রোপাইলে কোনও বিভাগ কিংবা গ্রুপ খুলতে পারব?
৬. প্রোপাইলে ছবি দেওয়া যায় কিভাবে?
৭. আমার কিংবা অন্যের একটি নির্দিষ্ট পোস্ট খুঁজে পাব কিভাবে?
প্লিজ, কেউ একটু সহযোগিতা করেন না! উপকৃত হব।
আমি নির্জন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল যে কোনও বিষয়ের প্রতিই আগ্রহ আছে; আছে কৌতূহল। শিখতে চাই প্রতিনিয়ত, সেটা যত ছোট বিষয়ই হোক না কেন। নিজে যেটুকু জানি, কেউ জানতে চাইলে মনখুলে তা বলি। অপরের মতের প্রতি শ্রদ্ধা রাখি পরিপূর্ণভাবে। ভালবাসি বাংলাকে, এই দেশকে; নিজেকে তো অবশ্যই।
[পোষ্টটি দেখে মনে হচ্ছে আপনি নতুন টিউনার তাই এখানে ক্লিক করে রিসোর্স এ ঢুকুন : টিউনগুলো ভালো করে সবগুলো পড়ুন ,৯০% প্রশে্নর উত্তর পেয়ে যাবেন । ]
::::চেষ্টা করছি , সবগুলো প্রশ্নের উত্তর সহ আর কিছু অবগত করার জন্যে:::
.
১/ জানা নেই
২/ পেন্ডিং না হলে তৎক্ষনাৎ
৩/ টিটিতে এ্যাকাউন করার সময় আপনার মেইল নাম্বারটি সঠিক হলে ওটা তে যে কোন নোটিফিকেশনসই যাবে
৪/ ৩এবং ৪ এর উত্তর একই
৫/ না, পারবেন না।
৬/ টিউনার রিসোর্স এ আপনি স্কীনশট সহ পাবেন , যেভাবে গ্রাভাটার মাধ্যমে ওয়ার্ডপ্রেস সাইটের প্রোফাইল গুলোতে ছবি এ্যাড করতে হয় ।
৭/ “আমার টিউন পাতা” নামাক একটি লেখা যেটা আপনার এই টিউন শিরনামের ঠিক ডানপাশে আছে ওখানে পাবেন । যার টিউনের দরকার তার প্রোফাইল ঢুকে “আমার টিউন পাতা” নামক স্থানে ক্লিক করুন অথবা টিউনরিলেটেড কিছু লিখে গুগলে সার্চ দিন ।
উপকার হলে খুশি হবো । ধন্যবাদ ভালো থাকবেন।।