কম্পিউটার বিশেষজ্ঞ ভাইয়েরা,প্লিজ আমাকে হেল্প করুন !! আমার ল্যাপটপের একটা সমস্যা দেখা দিচ্ছে, তা হল- ২/৩ মিনিট পর পর কারসর থেমে যায়, তখন মাওস নারা চারা করলেও কারসর কাজ করে না…

বিসমিল্লাহির রাহমানির রাহীম,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহ।

সুপ্রিয় টিউনার বন্ধুগণ,আশা করি সবাই ভালো আছেন। আমার একটা সমস্যার কথা তুলে ধরলাম নিচে- আশা করি একটা উত্তম সমাধান পাব ।

আমার ল্যাপটপের একটা সমস্যা দেখা দিচ্ছে- তা হল মাঝে মাঝে ২/৩ মিনিট পর পর কারসর থেমে যায়, তখন মাওস নারা চারা করলেও কারসর কাজ করে না, এভাবে ২/৩ সেকেন্ড পর আবার কারসর মাওসের সাথে কাজ করে। ২/৩ মিনিট পর পর এই সমস্যাটা দেখা দিচ্ছে । প্রথম দিকে এই সমস্যা ছিল না, আমার ল্যাপটপের বয়স ৩ মাস, একদম নতুন কিনেছিলাম, কিনার পর মাস খানেক পরে এই সমস্যাটা দেখা দেয়, তখন কিছুটা কম ছিল, এক/দের মাস যাবত খুব সমস্যা হচ্ছে।  এই অবস্থায় আমি কি করতে পারি ?? প্লিজ কেও একটা সমাধান জানাবেন ?? অনেক কৃতজ্ঞ থাকব ।

Laptop Specification:-
(ASUS Model- A52F, Intel(R) Core(TM) i3 CPU  M370 @ 2.40GHz, 2GB Ram, 32 Bit Operating System, Win7 Professional installed )

Level New

আমি আশার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস