ফোল্ডারের একি দশা? অদ্ভুত সমস্যা… HELP ME…

আজকে হঠাৎ করে আমার পিসিতে ফোল্ডারগুলো নিচের চিত্রের মতো আকার ধারণ করে। আমি এর কিছুই বুঝতে পারছি না।কেউ প্লিজ আমাকে হেল্পান।

আজকে হঠাৎ করে আমার পিসিতে ফোল্ডারগুলো নিচের চিত্রের মতো আকার ধারণ করে। আমি এর কিছুই বুঝতে পারছি না।কেউ প্লিজ আমাকে হেল্পান।

আজকে হঠাৎ করে আমার পিসিতে ফোল্ডারগুলো নিচের চিত্রের মতো আকার ধারণ করে। আমি এর কিছুই বুঝতে পারছি না।কেউ প্লিজ আমাকে হেল্পান।

 

 

Level 0

আমি মামুন আবদুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল... http://facebook.com/mmnbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ভাই অল্প বিদ্যার মানুষ, বেশী কিছু জানিনা। আমার মনে হচ্ছে কোন আন ওয়ান্টেড/ক্ষতিকর সফ্টওয়ার সেটাপের কারনে সে ফোল্ডারের ডিফল্ট ভিউ চেন্জ করে দিয়েছে । অথবা ভাইজান (ভাইরাস) লাগছে । সফ্টওয়ারের করনে হলে সফ্টওয়ার দুর করে দিন । ভাইজান হলে ভাবীকে ইনস্টল করে স্ক্যান করুন । আর কোন কিছুতে সমাধান না হলে বিল গেটস আছেনা ।

ভাই আপনারে অনেকাংশে ধন্যবাদ। ভাবী এভিরারে ইন্সটল দিয়া দিছি। কিন্তু তার আগেই এমনি এমনি ফোল্ডার ভাল হইয়া গেছে। হয়তো ভাবীর ঝারি খাওনের আগেই ডরে পলাইছে।

ভাইরাসের কারণে এমন হয়

Mashfi sarwar@ ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। যাক, ভাল হয়ে গেছে সমস্যাটি।