সাহায্যঃ সাহায্য প্রয়োজন, উপকৃত হতাম ।

আমি বেশ কিছুদিন ধরে একটি সমস্যায় পড়েছি । আমার ল্যাপটপ DELL এর INSPIRON 1200 । বেশ কিছুদিন ধরে কম্পিউটার খুললেই সাথে সাথে একের পর এক search window আসছে । close করলে নতুন window খুলছে নিজ থেকেই । MS word অথবা কোনো programs এ লিখতে গেলেই auto search করা শুরু করছে। এমনকি google search engine এ কোনো কিছু লিখলে তা ঐ পাতাই auto search শুরু করে দিচ্ছে।

আমি নতুন করে XP ইন্সটল করে দেখেছি লাভ হচ্ছে না ।

search

কেনই বা এমন সমস্যা হচ্ছে এবং এখন আমি কি করলে এর সমাধান পাবো কেউ বললে উপকার হতো ।

Level 0

আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সব প্রোগ্রাম রিমুভ করে রেজিস্ট্রি ক্লিন করার সফট দিয়ে ক্লিন করে দেখুন। স্টার্টআপ থেকে প্রোগ্রাম চালু হয় হয়তো ।
না হলে ভিসতা ও এস টা চোখ বন্ধ করে আবার সেটআপ মারুন।

    Level 0

    ধন্যবাদ ভাইয়া।
    কিন্তু ভাই আমারতো ভিস্তা দেয়া যাবে না, কারণ আমার ল্যাপটপ সেলেরণ । হার্ড ডিস্ক ৪০। দেয়া যাবে কি ?
    যদিওবা দেই তবে অনেক জাইগা নেবেতো ।

    কি করি ?

Level 2

হয় ভাইয়া আপনি ভিসতা use করুন না হয় xp use করুন, কোন transform pack use করবেন না।

    Level 0

    ধন্যবাদ ভাইয়া।
    কিন্তু ভাই আমি XP দিয়ে দেখেছিতো,
    নতুন করে ইন্সটল করলেও বার বার একই সমস্যা হচ্ছে ।

    কি করি ?