আমি বেশ কিছুদিন ধরে একটি সমস্যায় পড়েছি । আমার ল্যাপটপ DELL এর INSPIRON 1200 । বেশ কিছুদিন ধরে কম্পিউটার খুললেই সাথে সাথে একের পর এক search window আসছে । close করলে নতুন window খুলছে নিজ থেকেই । MS word অথবা কোনো programs এ লিখতে গেলেই auto search করা শুরু করছে। এমনকি google search engine এ কোনো কিছু লিখলে তা ঐ পাতাই auto search শুরু করে দিচ্ছে।
আমি নতুন করে XP ইন্সটল করে দেখেছি লাভ হচ্ছে না ।
কেনই বা এমন সমস্যা হচ্ছে এবং এখন আমি কি করলে এর সমাধান পাবো কেউ বললে উপকার হতো ।
আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব প্রোগ্রাম রিমুভ করে রেজিস্ট্রি ক্লিন করার সফট দিয়ে ক্লিন করে দেখুন। স্টার্টআপ থেকে প্রোগ্রাম চালু হয় হয়তো ।
না হলে ভিসতা ও এস টা চোখ বন্ধ করে আবার সেটআপ মারুন।