লোকাল ওয়ার্ডপ্রেস কে কিভাবে অনলাইনে নেয়া যায়?

নানান সময় লোকালি ওয়ার্ডপ্রেস ইন্সটল কিভাবে করতে হয় তা শেখানো হয়। আমি আসলে ওয়ার্ডপ্রেস.কম এ একটি ব্লগ চালালেও ওয়ার্ডপ্রেস.অর্গ সম্পর্কে বেশি কিছু জানিনা।
স্টুপিড প্রশ্ন হতে পারে, তবু জিগ্যেস করছিঃ

পিসিতে থাকা ওয়ার্ডপ্রেস কি কাজে লাগে? এটাকে কিভাবে সকলের দেখার উপযোগী করে অনলাইনে আনা যায়?
 
আর এটা করে কি ওয়ার্ডপ্রেস শেখার জন্য করে নাকি এটা থেকে সরাসরি আমার অনলাইন সাইট কন্ট্রোল করা যায়?
প্লিজ সাহায্য করেন

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পিসিতে ওয়ার্ডপ্রেস থাকলে অনেক দ্রুত ব্রাউজারে সেটা লোড হয়। ফলে ডেভেলাপমেন্টের কাজ(যেমন:থিম, প্লাগীন তৈরী/সম্পাদনা) সহজে করা যায়। ব্লগ পোষ্টিং এর জন্য সাধারনত লোকাল ওয়ার্ডপ্রেস ইন্সটল করা হয়না। তবে ওয়েবসাইট তৈরীর সময় অনেকগুলো পেইজ তৈরী করতে হতে পারে। সেগুলো এক্সপোর্ট করে বা ডাটাবেজ সিঙ্ক্রুনাইজ করে ওয়েব সার্ভারে নেয়া হয়। এছাড়াও ওয়ার্ডপ্রেসে যারা একেবারে নতুন তারা লোকাল ইন্সটল থেকে ওয়ার্ডপ্রেসের ফিচারগুলোর সাথে পরিচিত হতে পারে। অন্য কোনভাবে এটা ব্যবহার হয় কিনা আমার জানা নেই।

আপনার প্রশ্নগুলার উত্তর আদনান ভাই দিয়ে দিছে। 🙂

আপনি Backup Buddy প্লাগিনটা ব্যবহার করতে পারেন। এটি দিয়ে লোকেলহোষ্টের ওয়ার্ডপ্রেসকে খুব সহজেই অনলাইন সার্ভারে নেয়া যায়।
প্লাগিনটি ডাউনলোড করা যাবে http://www.mediafire.com/?x51kone27z0ofok থেকে।

প্লাগিনটার সাহায্যে আপনার লোকালহোস্টের ফুল ব্যকআপ নিন। এরপর প্লাগিনটা থেকে importbuddy.php ফাইলটা এবং ব্যাকআপ ফাইলটা ডাউনলোড করে নিয়ে আপনার সার্ভারের রুট ফোল্ডারে আপলোড করুন।

এরপর আপনার ব্রাউজার থেকে http://ডোমেইন.কম/importbuddy.php তে ভিজিট করুন। পরবর্তি নিদের্শনা অনুসরণ করুন।
ব্যাস! হয়ে গেল 🙂

সমস্যা হলে জানাবেন।

আমি জানতে চাইছি WORDPRESS কিভাবে লোকাল ভাবে install দেয়া যায়